ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্মরণ : জন্ম শতবর্ষ উদযাপনের প্রাক্কালে;###;মৃণাল সরকার

বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৯:৩০, ১৩ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু

এখন চারদিকে শুনি শুধু বাকবাকুম, আপনাকে ঘিরে, তবে তা স্বেতকপোতের প্রাণ-জুড়ানো সঙ্গীত নয়, মতলবাশ্রয়ী মানুষের স্তুতিময় তুমুল চিৎকার। আপনি আজকাল এতই দৃশ্যমান চারপাশে রাস্তায় বেরুলে নিশ্চিত দেখা মেলে আপনার, আপনি ছেয়ে আছেন পোস্টারে পোস্টারে নগরে শহরে গ্রামে; দেয়ালে দেয়ালে বাস ট্রেন ইস্টিমার- সকল টার্মিনালে অফিসে বড় কর্তার পেছনের দেয়ালে। এই তো সেদিনও আপনি ছিলেন নিজ দেশে নিষিদ্ধ মানব, আপনাকে বানাতে দানব, রাষ্ট্রযন্ত্র ছিল ব্যস্ত অহর্নিশ, হত্যাও আশ্বস্ত করেনি তাদের; শঙ্কা ছিল আপনার পুনরুত্থান অবশ্যম্ভাবী, অনিবার্য, এই বাংলায়। তাই আজ বড়ই ইচ্ছে করে জেনে নেই আপনার একান্ত অনুভব- আপনার কোমল হৃদয় কতটুকু সিক্ত হয় এই সব কাগুজে-আবেগে। বঙ্গবন্ধু, যাদের মনের নিভৃতে এখনও প্রিয় পাকিস্তান তারাও আজ বঙ্গবন্ধুর লেবাসি সৈনিক, যাদের প্রকৃত বিশ্বাস আপনি একজন মুরতাদ তারাও আজ বঙ্গবন্ধুর সৈনিক, যাদের ধমনী এখনও উদ্দাম রক্ত-পিপাসায় তারাও আজ বঙ্গবন্ধুর সৈনিক, যারা বিশ্বাস করে আপনি প্রকৃতই একজন বুর্জুয়া-প্রতিনিধি তারাও আজ বঙ্গবন্ধুর সৈনিক, যারা বিশ্বাস করে আপনি পর্যাপ্ত ধনিক-পন্থী নন তারাও বঙ্গবন্ধুর সৈনিক, এমনকি ক্যাসিনো-জুয়াড়ি যত, তারাও বটে আজ বঙ্গবন্ধুর সৈনিক! যাদের প্রতি আপনার সম্বোধন ছিল ‘ভাইয়েরা আমার’, তাদের গরিষ্ঠজন আপনার সৈনিক হবার দাবি করেনি কখনো। এবং আমিও আমার মতো অনেক-জন যারা ছিল আপনার জনতা অভাজন, আমরা আপনার ‘সৈনিক’ ছিলাম না কখনোই আমরা ছিলাম জনতার সরল বিশ্বাসের দলে : যে-বিশ্বাস নিষ্পাপ নিরীহ সহজ যে-বিশ্বাসে প্রাপ্তির প্রত্যাশা নেই যে-বিশ্বাসে হায়েনার নরক-নখর নেই, যে-বিশ্বাসে হন্তারক হাতাহাতি, রুচির বিকৃতি নেই, যে-বিশ্বাসে আপনার প্রতিকৃতিতে এখন-তখন মাল্যদানের হিড়িক নেই; যে-বিশ্বাসে আপনার চরণে চতুন-চুম্বন নেই, এরাই গরিষ্ঠজনÑ এরাই আপনার জন; ইদানীং ক্ষীণ-কণ্ঠ যদিও তাদের। বঙ্গবন্ধু, এই সব মানুষের বিশ্বাসের বিপরীত গমন নেই, এই সব মানুষের বিশ্বাসের নষ্ট পচন নেই এই সব মানুষের বিশ্বাসের অকাল মরণ নেই। এই সব মানুষের গভীর বিশ্বাস এই : আপনি বাঙালির অস্তিত্ব নিরবধি আপনি মানে আমাদের সবগুলো নদী আপনি মানে জনতার বজ্রকণ্ঠ ধ্বনি আপনি মানে আদপে, আমরা-সকলে, রণাঙ্গনে রণি আপনি মানে মহৎ-মৃত্যুকে আলিঙ্গন আপনি মানে সাহসের সৌম্য উচ্চারণ আপনি মানে আমাদের অস্তিত্ব-অশেষ আপনি মানে আমাদের সোনার স্বদেশ। যদিও এই বিশ্বাসের শেকড় প্রোথিত আমাদের অস্তিত্বের অন্তরে, তবু আমরা আজও কেন জেগে উঠি রাতের গভীরে, বিষাদ আর দুঃস্বপ্নের ঘোরে, অজানা শঙ্কা এক ঝুলে থাকে আমাদের বুকের কার্নিশে, উদ্বেগের ঘামে কেন ভিজে ওঠে রাতের শরীর! বঙ্গবন্ধু, আহা! যদি আর একবার জেগে উঠতেন হিমালয়সম, শোনা যেত আপনার প্রত্যয়ী বাণী : আমার প্রয়োজন নেই এমনতর সৈনিকের আমার প্রয়োজন নেই এই সব সৈনিকের দৈনিক স্তুতি আমার প্রয়োজন শুধু সোনার মানুষের আমার প্রয়োজন শুধু শুদ্ধ, সাহসী মানুষের। সে-মানুষ জন্মে যদি বাংলার ঘরে সে-মানুষ থাকে যদি বাংলার ঘরে কে বলে মহৎ স্বপ্ন অকালেই মরে যে-আমি জেগে আছি মানুষের মুক্তি-কাঙাল, সে-আমি তা হলেই পেয়ে যাবো স্বপ্নের নাগাল!
×