ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরিশালে আয়কর মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৭:৫৩, ১৪ নভেম্বর ২০১৯

বরিশালে আয়কর মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাবে ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেলার উদ্বোধণ করেন। বরিশাল অঞ্চলের কর কমিশনার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন-কেউ স্ব ইচ্ছায় করুক আর সম্পদ ঠিক রাখতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে করুক, এই করের টাকায় দেশের উন্নয়ন হয় এটা পরীক্ষীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে আত্মনির্ভরশীল হয়ে আজ আমরা বিশ্বে মাথা উচু করে দাঁড়াতে পারছি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাসার আকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান, উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ, আনন্দ কুমার সাহা, সহকারী কর কমিশনার এসএম গাউস ই নাজ, মনজুর রহমান প্রমুখ। বিভাগীয় পর্যায়ের এ মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় কর প্রদানকারীদের জন্য ১৭টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে। যা প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।
×