ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে সংহতি সমাবেশ

প্রকাশিত: ০৩:১৭, ৬ নভেম্বর ২০১৯

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে সংহতি সমাবেশ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। খোজ নিয়ে জানা যায়, বুধবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই সংহতি সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, কলা ও মানবীকি অনুষদের ডিন ড. মোজাম্মেল হকসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দীন খান যোগ দেন। সংহতি সমাবেশে আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক কামরুল আহসান বলেন, “আমরা তাকে তদন্ত কমিটি করার আহ্বান জানিয়েছিলাম। আমরা তিনমাস নিয়মতান্ত্রিক আন্দোলন করে এসেছি। কালকের শান্তিপূর্ণ অবস্থানের উপর নারকীয় হামলাকে গণঅভ্যুত্থান বলে তিনি জাতির সামনে বিশ্ববিদ্যালয়কে লজ্জিত করেছেন। তিনি শুধু উপাচার্যের পদে নয় শিক্ষক হিসেবে বহাল থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ।” নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস জানান, “ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, শিবির তকমা লাগিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই বন্ধ করা যাবেনা। মিথ্যাচার করে মসনদ টিকানো যাবেনা। এই আন্দোলন আরো বেগবান হবে।” এর আগে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাকে প্রত্যাখ্যান করে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে ‘সংহতি সমাবেশে’ এসে শেষ হয়। এছাড়া প্রীতিলতা হলের তালা ভেঙে আন্দোলনে যোগ দেয় ছাত্রীরা। এবং তারা ক্যাম্পাস ছেড়ে যাবেন না বলেও জানান। এদিকে বিকাল ৩ টার মধ্যে হল খালি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ। এরপরও কেউ হলে থাকলে প্রশাসনিক যেকোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি জানান।
×