ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিএনপি-পুলিশ ব্যাপক সংর্ঘষ

প্রকাশিত: ২৩:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

হবিগঞ্জে বিএনপি-পুলিশ ব্যাপক সংর্ঘষ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়া নিয়ে হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংর্ঘষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় হবিগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা বিএনপির সেক্রেটারী আলহাজ্ব জি, কে গউছ এবং পুলিশ সহ আহত হয়েছে অন্তত শতাধিক নেতাকর্মী। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকাল প্রায় ১১ টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠন একটি বিশাল মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এসময় গউছের নের্তৃত্বে নেতাকর্মীরা পুলিশের ওসি ইয়াসিনুল হক ও ডিবি’র কর্মকর্তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত। একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পুলিশ লাটিচার্জ শুরু করে। বেঁেধ যায় তুমুল সংর্ঘষ। নেতাকর্মীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ আর পুলিশও প্রথমে মুহুমুহু টিয়ারসেল এবং পরবর্তীতে শর্টগানের গুলি ছুড়তে থাকে। এতে কোন কোন নেতাকর্মী মাটিতে লুটিয়ে পড়েন আবার কেউবা এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় পুলিশ পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব জি, কে গউছকে আটক করে আবার ছেড়ে দেন পুলিশ। তবে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই সংর্ঘষ ও টিয়ারসেল-গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ সহ অন্যান্য নেতাকর্মী-পুলিশ মিলিয়ে আহত হয় প্রায় শতাধিক। সংর্ঘষের সময় সংশ্লিস্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হলে বাসা-বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠান সহ যানবাহল চলাচলও বন্ধ হয়ে যায়। সেই সাথে গোটা শহরে ছড়িয়ে পড়েছে ভয় ও উৎকন্ঠা। ফলে আবারও সংর্ঘষের আশংকায় দুপুর পৌনে ৩টা পর্যন্ত হবিগঞ্জ শহরে যান ও সাধারন মানষের চলাচল একেবারেই কমে গেছে।
×