ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামীসহ আহত ১০

প্রকাশিত: ০১:৩৩, ২৩ জানুয়ারি ২০১৮

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামীসহ আহত ১০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় দুই আসামী ও ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজদিখান-মালখানগর সড়কের মালখানগর কাজীরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরার পর মুন্সীগঞ্জ কারাগার থেকে কারাকর্তৃপক্ষে ভাড়া করা (রিকুজিশ) লেগুনায় পুলিশ বিভিন্ন মামলার ৪ জন আসামী নিয়ে ঢাকা কেরানীঞ্জের কেন্দ্রীয় কারাগারে যাওয়ার সময় সকাল সারে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর কাজীরবাগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি খাদে পড়ে যায় এবং পুলিশের লেগুনাটি দুমড়েমুচড়ে রাস্তার উপর পড়ে যায়। এ ঘটনায় মুন্সীগঞ্জ পুলিশ লাইনের এএসআই জামাল হোসেন (৪০), কনস্টেবল ইমরান (৩০), কনস্টেবল জুলহাস (৩১), কনস্টেবল রিপন (৩০), কনস্টেবল ফরহাদ (৩২) এবং আসামী রাতুল মন্ডল (২০), মোশারফ হোসেন(৩৬), পুলিশ লেগুনার ড্রাইভার পারভেজ (৩৫), ট্রলির ড্রাইভার শাহীন (৩০) ও প্রথচারী ১০ বছরের শিশু মোহাম্মদ আলীসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্দার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত লেগুনার চালক পারভেজ ও পথচারী শিশুকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সিরাজদিখান থানায় ট্রলি চালকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ট্রলি ও ট্রলির চালককে আটক করা হয়েছে।
×