ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ২২:০২, ২২ জানুয়ারি ২০১৮

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া হেলিপ্যাড নামক স্থানে সোমবার সকালে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেনঃ কেন্দুয়া উপজেলার পাছহার গ্রামের আঞ্জু মিয়া (৪৮) ও মদন উপজেলার সুচিয়ারপাড় গ্রামের আমিনুল ওরফে আল আমিন (২৮)। অন্যদিকে আহতরা হচ্ছেনঃ কেন্দুয়ার নওপাড়া-কুতুবপুর গ্রামের নাদিরা আক্তার, দিগদাইর গ্রামের রোকন উদ্দিন খন্দকার, কিশোরগঞ্জের কামাল উদ্দিন ও সিএনজি চালক কেন্দুয়ার ছিলিমপুর গ্রামের শাহ আলম। এদের মধ্যে চালক শাহ আলম ব্যতীত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকাল সাতটার দিকে কেন্দুয়া উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের চকপাড়া হেলিপ্যাড নামক স্থানে পৌঁছলে চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী সুখী লাক্সারি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আঞ্জু মিয়া ও আল আমিন নিহত হয়। কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাস ও সিএনজির উভয় চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×