ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় রেল লাইনে ফাটল ॥ ঝুকি নিয়ে চলছে ট্রেন

প্রকাশিত: ০২:৫৫, ২১ জানুয়ারি ২০১৮

ভাঙ্গুড়ায় রেল লাইনে ফাটল ॥ ঝুকি নিয়ে চলছে ট্রেন

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ বাংলাদেশ রেলওয়ের ঈশ্বরদী-ঢাকা রুটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাওনজান রেলব্রিজের পাশে রেললাইনের দুটি স্থানে লোহার পাতে (রোলিং স্টক) ফাটল দেখা দিয়েছে। ফলে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেনগুলো ঝুঁকি নিয়ে অত্যন্ত ধীর গতিতে চলাচল করছে। প্রত্যক্ষদর্শী তাপস চক্রবর্তী জানান, আজ রবিবার সকালে রেললাইন দিয়ে পায়ে হেঁটে আসার পথে স্থান দুটিতে তিনি হাফ ইঞ্চি করে ফাটল দেখতে পেয়ে শরৎনগর রেল ষ্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন। দূর্ঘটনা এড়াতে স্থানীয় ষ্টেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই স্থানে লাল পতাকা টাঙ্গিয়ে ধীর গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করেছেন। ফাটলের বিষয়টি নিশ্চিত করে শরৎনগর ষ্টেশন মাস্টার সিদ্দিক হোসেন জানান, ট্রেন চলাচল নির্বিঘ্নে করতে ফাটলের স্থানে মেরামতের কাজ চলছে।
×