ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মজার খবর

খেলার সঙ্গী ওজোবট

প্রকাশিত: ০৬:৪০, ২০ জানুয়ারি ২০১৮

খেলার সঙ্গী ওজোবট

বর্তমান সময়ে শিশুদের খেলার সঙ্গী এখন রোবট। প্রোগ্রামযোগ্য ক্ষুদ্রতম রোবটগুলোর একটির নাম ওজোবট। মাত্র এক ইঞ্চি ব্যস ও এক ইঞ্চি উচ্চতার ওজোবট শিশুদের কোডিং এবং প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো শেখাতে সক্ষম। ইন্টারএ্যাকটিভ এই রোবট মূলত বিভিন্ন রঙের ওপর নির্ভর করে শিশুদের কোডিংয়ের ধারণা দেয়। শিশু নিজে নিজেই এই রোবটকে নিয়ে খেলতেও পারবে। সাদা কাগজের ওপর নানা রঙের কলম বা রঙ পেনসিল দিয়ে এই রোবটের জন্য রেসিং, আর্কেড বা পাজল গেমিংয়ের কাঠামোও তৈরি করা যাবে। একাধিক ওজোবট দিয়ে এদের মধ্যে গেমিং প্রতিযোগিতাও করা সম্ভব। ওজোবটকে কী করে শিশুর শিক্ষায় কার্যকরভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে ওজোবটের ওয়েবসাইটে বিনামূল্যের কনটেন্টও রয়েছে।
×