ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৩:১২, ১৬ জানুয়ারি ২০১৮

গজারিয়ায় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় খাল উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রাম সংলগ্ন ৮০ফুট দীর্ঘ সরকারি খালটি দখলমুক্ত করতে মঙ্গলবার উচ্ছেদ অভিযান চলে। গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন মাস আগে বাউশিয়া ফরাজিকান্দি গ্রাম সংলগ্ন সরকারি খালটি টিন দিয়ে বেড়া দিয়ে বালু ভরাট করে দখলে নেয় আব্দুল মোনেম অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ। এলাকাবাসী প্রথম থেকে এ ঘটনার প্রতিবাদ করে আসছিল, বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করার জন্য তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে। অবশেষে অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধারে অভিযান পরিচালনা করল প্রশাসন। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তারা সরকারি খালটির সীমানা চিহ্নিত করে দিয়েছেন । দ্রুততম সময়ের মধ্যে অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গায় থেকে টিন ও বালি সরিয়ে নিতে আব্দুল মোনেম অর্থনৈতিক জোন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দ্রুততম সময়ের মধ্যে দখলমুক্ত করে, খাল থেকে টিন ও বালি সরিয়ে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে দাবী জানিয়েছে এলাকাবাসী।
×