ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ৭ দফা দাবি আদায়ে সাঁওতালদের গণঅবস্থান

প্রকাশিত: ০১:৪২, ১৬ জানুয়ারি ২০১৮

গাইবান্ধায় ৭ দফা দাবি আদায়ে সাঁওতালদের গণঅবস্থান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ আদিবাসি সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ৩ সাঁওতাল হত্যাকান্ডের বিচার, তাদের বাপ-দাদার সম্পত্তি ফিরে দেওয়াসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। গণঅবস্থান কর্মসূচির আগে আদিবাসিদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সিপিবির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসি-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জাসদ (জেএসডি) সভাপতি লাসেন খান রিন্টু, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা কৃষক সমিতি সভাপতি সুভাষ শাহ রায়, ক্ষেতমজুর নেতা হাফিজার রহমান দুদু, মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুর নুর ছড়া, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, আদিবাসি নেতা বার্নাবাশ টুডু, প্রিসিলা মুরমু, স্বপন শেখ, সুফল হেমব্রম, হবিবুর রহমান, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম, জেলা বাকবিশিস সাধারণ সম্পাদক তপন কুমার বর্মণ, আদিবাসী নেতা রাফাইল হাসদা, কলেজ শিক্ষক নীহার রঞ্জন রায় সুজন, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি তপন দেবনাথ, সাধারণ সম্পাদক আসমানী আকতার আশা, সদস্য রানু সরকার প্রমূখ।
×