ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন

প্রকাশিত: ০০:১১, ১৪ জানুয়ারি ২০১৮

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের বেতনের ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সিরাজগঞ্জ জেলা শাখা রবিবার সকালে শহরের স্বাধীনতা চত্বরে মানববন্ধন করেছে। এতে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা থেকে আগত প্রায় শিক্ষক অংশ গ্রহণ করেন। শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অধ্যক্ষ বদিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব, অধ্যক্ষ ফজলুল হক সরকার, অধ্যক্ষ হায়দার আলী, অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ সাহেদ আলী, অধ্যক্ষ আতাউর রহামান, অধ্যক্ষ মাসুদ রানা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব নন-গর্ভনমেন্ট টিচার্স (ড্যাঙ্গট) এর আহবায়ক ড. এম এ সবুর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহেদুজ্জামান মিনু, অধ্যাপক ইউসুফ আলী। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
×