ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জের সয়দাবাদে বিষাক্ত মদ পানে দুই শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২

প্রকাশিত: ০১:১৭, ১৩ জানুয়ারি ২০১৮

সিরাজগঞ্জের সয়দাবাদে বিষাক্ত মদ পানে দুই শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের সয়দাবাদে বিষাক্ত মদ পানে দুই শ্রমিকের মৃত্যু এবং আরো ২ জন অসুস্থ হয়েছে। নিহতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের জামায়াত আলীর ছেলে আলম হোসেন (৩৮) ও বড় শিমুল পঞ্চসোনা গ্রামের শুকুর আলী ছেলে রমজান আলী (৪৫)। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আলম হোসেন ও শুক্রবার রাতে নিজ বাড়িতে রমজান আলীর মৃত্যু হয়। অসুস্থ্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলম হোসেনের ভাই আল-আমিন ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: হুমায়ুন আহমেদ জানান, নিহত দুই জন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ট্রাকের লোড আনলোডে শ্রমিকের কাজ করতো। রাতের কোন এক সময় তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় রাতেই রমজান আলীর মৃত্যু হয়। শনিবার সকালে আলম হোসেনকে অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দুপুরে মারা যায়।
×