ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জাপা‘র এমপি মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০০:৪০, ১০ জানুয়ারি ২০১৮

জাপা‘র এমপি মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক ॥ জাতীয় পার্টির নারী সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদ ও তার স্বামী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণগ্রহণের অভিযোগে দুটি মামলা হয়। আজ বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুইটি মামলা করেন দুদক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক।কোনোপ্রকার জামানত ছাড়া মেহজাবিনের বিরুদ্ধে ১৪১ কোটি টাকা এবং মোর্শেদের বিরুদ্ধে ১৩৪ কোটি টাকা ঋণগ্রহণের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। ‘২০১০ সাল থেকে পরবর্তী সময়ে এলসি খোলার নামে এবং ঋণ হিসেবে এসব অর্থ নেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। এছাড়া ঋণের বিপরীতে তাদের কোনো মর্টগেজও নেই।’
×