ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাংচুর ॥ আহত ২

প্রকাশিত: ২১:০৭, ৮ জানুয়ারি ২০১৮

মাদারীপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাংচুর ॥ আহত ২

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কতিপয় সন্ত্রাসী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন কাজীর বসত বাড়িতে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে আহত করেছে। সন্ত্রাসীরা এ সময় তার বাড়িঘর ব্যাপক ভাঙচুর চালায়। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন কাজীর স্ত্রী তাছলিমা বেগম জানান, মস্তফাপুর গ্রামের লিয়াকত খান, কালাম হাওলাদার, মাসুদ মিয়া, সবুজ খানসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি তার বসত বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও ভাঙ্চুর করে। এ সময় শাহাবুদ্দিন কাজী ও তার স্ত্রী তাছলিমা বেগম আহত হয়। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কামরুল হাসান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। মামলা দায়ের হয়েছে। হামলা, ভাংচুর ও আহতের ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
×