ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আইনজীবীকে ভ্রাম্যমান আদালতে জরিমানার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০১:১৬, ১৪ ডিসেম্বর ২০১৭

আইনজীবীকে ভ্রাম্যমান আদালতে জরিমানার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ইউপি তহশিলদারকে সাময়িক বরখাস্তসহ চূড়ান্ত শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ব্যানারে সমিতির কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে আইনজীবীরা বীরগঞ্জের সহকারী কমিশানার (ভূমি) বিরোদা রাণী রায় ও সুপালপুর ইউনিয়নের তহশিলদার মহিবুল ইসলামকে সাময়িক বরখাস্তসহ চূড়ান্ত শাস্তির দাবী জানান। বক্তারা বলেন, জনগণের করের টাকায় যে আমলাদের বেতন-ভাতা দেয়া হয়, সেই আমলাদের দ্বারা কোন আইনজীবী ও কোন সাধারণ মানুষ নিগৃহিত হবে, তা কোনভাবেই মেনে নেয়া যায় না। আগামী ২৪ ঘন্টার মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রাণী রায় ও সুপালপুর ইউনিয়ন তহশিলদার মহিবুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানানো হয়। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি খতিবুদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আবু আলী চৌধুরী, আনোয়ারুল আজিম সরকার খোকন, ইউসুফ আলী, খয়রাত আলী, রফিকুল ইসলাম, শৈলেন কান্তি রায়, আবু নাঈম মো. হাবিবুল্লাহ, লিয়াকত আলী, গোলাম রব্বানী, আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমূখ। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলার বীরগঞ্জ এসিল্যান্ড অফিসে একটি মামলা পরিচালনার জন্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সিনিয়র আইনজীবী নিরোদ বিহারী রায় এজলাসে উপস্থিত হলে এসিল্যান্ড বিরোদা রাণী রায় ওই আইনজীবীকে আদালত থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় আইনজীবী বলেন, আমি একটি মামলার জন্য আপনার এজলাসে উপস্থিত হয়েছি। আমাকে এজলাস থেকে বের করে দেয়ার অধিকার আপনি রাখেন না। কথা কাটাকাটির এক পর্যায়ে এসিল্যান্ড বিরোদা রাণী রায় ভ্রাম্যমান আদালত করে আইনজীবী নিরোদ বিহারী রায়কে ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে একদিনের কারাদন্ড প্রদান করেন। পরে ওই আইনজীবী রশিদমূলে ৫শ’ টাকা জরিমানা দিয়ে এসিল্যান্ড অফিস ত্যাগ করেন। এই ঘটনার প্রতিবাদে দিনাজপুর আইনজীবী সমিতি এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এর আগে বুধবার সমিতির কার্যালয়ের সামনে তারা প্রতিবাদ সভা করে।
×