ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টিটুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ০৩:৩২, ১৮ নভেম্বর ২০১৭

টিটুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ ফেস বুকে ষ্টাটাস দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতারকৃত টিটু রায়ের আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার টিটু রায়ের ৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে এনে পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশ (উত্তর) উপ-পরিদর্শক বাবুল ইসলাম। পরে শুনানি শেষে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার বিকেলে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করে টিটু রায়কে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিয়ে আসা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর গোয়েন্দা পুলিশ (উত্তর) উপ-পরিদর্শক বাবুল ইসলাম টিটু রায়ের পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামীকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় এবং ঘটনার মুল আসামী এবং ইন্ধন দাতা কারা কারা তার সাথে জড়িত তাদের নাম ঠিকানাসহ সার্বিক বিষয়ে আরো তথ্য সংগ্রহ করার জন্য ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানী শেষে বিজ্ঞ বিচারক টিটু রায়ের পুনরায় ৪ দিনের রিমান্ড মজ্ঞুর করেছেন। ডিবি পুলিশের ওসি (উত্তর) শরিফুল ইসলাম জানান, আমরা টিটু রায়ের ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মজ্ঞুর করেছেন। এর আগে গত ১৩ নবেম্বর গভীর রাতে টিটুকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকার তার এক আত্মীয় কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি থেকে গ্রেফতার করে রংপুরের পুলিশ। মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৬ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি ব্যবসায়ী রাজু মিয়া টিটুর বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলা নং (৯)। এ নিয়ে গত শুক্রবার ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি¬ ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
×