ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় জরুরী বিভাগ ফেলে ডাক্তার এমআরদের আড্ডায়

প্রকাশিত: ০৩:০৭, ১৬ নভেম্বর ২০১৭

পটিয়ায় জরুরী বিভাগ ফেলে ডাক্তার এমআরদের আড্ডায়

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মুর্শিদা বেগম রোগী ফেলে ওষুধ কোম্পানীর এমআরদের সঙ্গে আড্ডা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে উত্তেজিত হয়ে এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিনা চিকিৎসায় ফিরে গেছেন বেশ কয়েকজন রোগী। সরকারি হাসপাতালের ডাক্তার জরুরী বিভাগ ফেলে ওষুধ কোম্পানীর এমআরদের সঙ্গে আড্ডা দেওয়ার ঘটনাটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলামকে তাৎক্ষনিক ফোনে জানানো হয়েছে। প্রায় এক ঘন্টা পর ডাঃ মুর্শিদা বেগম জরুরী বিভাগে পুনরায় এসে রোগী দেখা শুরু করে। জানা গেছে, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছিল। ওষুধ কোম্পানীর এমআররা যখন তখন হাসপাতালের জরুরী বিভাগসহ প্রতিটি বিভাগে গিয়ে ডাক্তারদের সঙ্গে আড্ডা দেওয়ার ফলে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশিয়া মির্জা পাড়া এলাকা থেকে পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছেন নুর হোসেন (২৭) নামের এক যুবক। একইভাবে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম বেলাল (৩৫) জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলেও সেবা পাননি বলে অভিযোগ। চিকিৎসা নিতে আসা আমিনুল ইসলাম বেলাল জানিয়েছেন, জরুরী বিভাগের ডাক্তার মুর্শিদা বেগম পার্শ্ববর্তী একটি রুমে ওষুধ কোম্পানীর এমআরদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। যার কারণে সেবা পাননি। এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইউছুপ ওয়াহিদুল্লাহ বলেন, জরুরী বিভাগে চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়ার খবর তিনি পাননি। তাছাড়া রোগী ফেলে জরুরী বিভাগের ডাক্তার এমআরদের সঙ্গে আড্ডা দেওয়ার যে অভিযোগ ওঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
×