ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দুজনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২১:২৫, ১২ নভেম্বর ২০১৭

বাগেরহাটে দুজনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মুক্তিযোদ্ধাসহ দুজনকে বেপরোয়া কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে শহরের খারদ্বার এলাকার বাসিন্দা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুক্তিযোদ্ধা আবু মল্লিকের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে। তবে হামলার ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকের উপর হামলা করে থাকতে পারে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। আহতরা হলেন, মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিক ওরফে আবু মল্লিক (৬৫) ও প্রতিবেশি সোহরাব ফকির (৪৮)। আবু মল্লিক মুক্তিযোদ্ধা সংসদের ও আওয়ামীলীগের নেতা। তার গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামে। আহত মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিদা মল্লিক বলেন, রবিবার ভোর সাড়ে চারটার দিকে ৭/৮ জনের একটি মুখোশধারী দল ঘরের পেছনের জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে ঢোকে। জানালার গ্রিল ভাঙ্গার শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। এসময় ওই মুখোশধারীরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীকে এলোপাথাড়ি বেপরোয়া কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ঘরের মেঝেতে ফেলে রেখে চলে যায়। তবে কারা কি কারনে আমার স্বামীর উপর এমন হামলা করল তা আমি বুঝতে পারছিনা। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক শেখ ইমরান মোহম্মদ বলেন, আহত মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্করের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপ রয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
×