ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আমতলীতে গৃহবধুকে হত্যার ২৩ দিন পরে মামলা

প্রকাশিত: ২১:৩৮, ১০ নভেম্বর ২০১৭

আমতলীতে গৃহবধুকে হত্যার ২৩ দিন পরে মামলা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলা উত্তর গাজীপুর বন্দরের শাহজাহান মুসুল্লী (৬৫) তার স্ত্রী আকলিমা বেগমকে (২৭) যৌতুকের জন্য পিটিয়ে হত্যার ২৩ দিন পরে আমতলী থানায় হত্যা মামলা হয়েছে। নিহত আকলিমার বাবা তাজেম আলী খান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জামাতা শাহজাহান মুসুল্লিকে প্রধান করে পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে গত ১৮ অক্টোবর দৈনিক জনকন্ঠ পত্রিকায় “আমতলীতে যৌতুকের বলি গৃহবধূ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জানাগেছে, উপজেলা পশ্চিম সোনাখালী গ্রামের তাজেম আলী খানের কন্যা আকলিমাকে উত্তর গাজীপুর বন্দরের শাহজাহান মুসুল্লী ২০১০ সালে জোড়পূর্বক বিয়ে করে। বিয়ের পর থেকে আকলিমাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। ওই সময় থেকে আকলিমাকে বাবার বাড়ী যেতে দেয়নি। এ নিয়ে স্থানীয়ভাবে বহুবার সালিশ বৈঠক হয়েছে। গত ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে আকলিমাকে বোন শেফালী বাবার বাড়ীতে নিতে আসে কিন্তু তাকে যেতে দেয়নি। তাকে বাবার বাড়ীতে নিতে আসায় ক্ষিপ্ত হয় স্বামী শাহজাহান মুসুল্লী। এক পর্যায় রেইন্টি গাছের লাঠি দিয়ে আকলিমাকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আকলিমা জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় চিকিৎসক মোঃ জসিম উদ্দিনকে ডেকে আনে। চিকিৎসক তাকে দেখে মৃত্যু ঘোষনা করেন। এ বিষয়ে গত ১৮ অক্টোবর দৈনিক জনকন্ঠ পত্রিকায় “আমতলীতে যৌতুকের বলি গৃহবধূ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিহত আকলিমার বাবা হতদরিদ্র তাজেল আলী খান বলেন ৭ বছর পূর্বে শাহজাহান মুসুল্লী আমার মেয়েকে জোড়পূর্বক বিয়ে করে। বিয়ের পর থেকে আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। আমতলী থানার ওসি মোঃ শহিদ উল্যাহ বলেন নিহত আকলিমার ময়না তদন্ত প্রতিবেদনে পিটিয়ে হত্যার আলামত রয়েছে। এ প্রতিবেদন পাওয়ার পরে নিহত আকলিমার বাবা তাজেম আলী খান থানায় হত্যা মামলা করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
×