ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় শাকসবজির দাম আকাশ ছোঁয়া

প্রকাশিত: ২৩:০৭, ৯ নভেম্বর ২০১৭

কলাপাড়ায়  শাকসবজির দাম আকাশ ছোঁয়া

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় শীতের সবজির দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমনকি মাছের চেয়েও এখন সবজির দাম বেশি বলে ক্রেতাদের মন্তব্য। উৎপাদনের চেয়ে চাহিদা বেশিসহ বিভিন্ন অজুহাতে শাক-সবজির দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এনিয়ে নিত্যদিনের কাঁচাবাজার করা মানুষ হিমশিম খাচ্ছে। যদিওবা কয়েকদিন আগে নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে আগাম জাতের শীতকালীন সবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও এখন যে দামে বাজারে সবজি বিক্রি হচ্ছে তা ক্রেতার সক্ষমতার বাইরে রয়েছে। দেখা গেছে সিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। একই ভাবে বরবটি একশ টাকা। পেপে ৩০ টাকা। লাল শাক ৬০ টাকা। ছোট একটি লাউ সর্বনিম্ন ৬০ টাকা। বেগুন ৬০-৮০ টাকা। বাধা কপি ৬০ টাকা। ঢেড়স ৬০ টাকা। করলা ৮০ টাকা। কাচা মরিচ ১৬০ টাকা। শসা ৭০ টাকা। টমেটো ১৬০ টাকা। ফুল কপি ৬০ টাকা। ছোট্ট দু’টি লাউয়ের ডগা ৪০-৫০ টাকা। যেখানে তরতাঁজা পোমা মাছ বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে সেখানে সবজির দাম আকাশ ছোঁয়া থাকায় ক্রেতা সাধারণ চরম বিপাকে পড়েছে। কয়েক মাস আগেও গড়ে নিম্ন থেকে মধ্যবিত্ত একটি পরিবারে আগে মাত্র এক শ’ টাকার শাক-সবজি কিনলে ব্যাগ ভরে যেত। তা এখন তিন থেকে চার শ’ টাকায়ও সম্ভব হচ্ছে না। শবজিসহ কাচা মালের আড়ত মালিকরা বলছেন, বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। যার ফলে ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী সবজি উৎপাদন হচ্ছে না। এ কারনেই শীত মৌসুমেও মোকাম থেকে চড়া দামে সবজি কিনতে হচ্ছে। তবে মাঠ পর্যায়ের চাষীদের দেয়া তথ্যানুসারে তারা আড়তে যে দামে বিক্রি করেন আড়তের পাশেই খুচরা বাজারে তার চেয়ে কেজিতে কমপক্ষে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কোন নিয়ম-কানুনের বালাই নেই। তবে অধিকাংশ বিক্রেতারা পৌরসভাসহ বিভিন্ন হাট-বাজারে অস্বাভাবিক টোল আদায়ের কারণেও শাক-সবজির দাম অনেক বেশি থাকছে বলে মন্তব্য করছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, সরকারি তালিকার বাইরে কেউ যদি অতিরিক্ত খাজনা আদায় করে আর তা যদি প্রতি কেজি সবজিতে ক্রেতাদের অতিরিক্ত টাকা হিসেবে গুনতে হয়,তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
×