ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাপাহারে সংখ্যালঘু যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০০:২১, ৭ নভেম্বর ২০১৭

সাপাহারে সংখ্যালঘু যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নিখোঁজের ৭দিন পর মঙ্গলবার সকালে নওগাঁর সাপাহারে পুকুর থেকে সংখ্যালঘু এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর সংলগ্ন তাজপুর হাড়িপুকুরে। জানা গেছে, উপজেলার মানিকুড়া দীঘিপাড়া গ্রামের সুকুমার চন্দ্রের পুত্র সুমন কুমার (২৫) গত ৩১ অক্টোবর নিখোঁজ হয়ে অদ্যাবধি ফিরে আসেনি। মঙ্গলবার সকালে তাজপুর গ্রামের এক ছেলে প্রাকৃতির ডাকে সাড়া দিতে ওই পুকুরে গেলে পুকুরের পানিতে ঝোঁপের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে গ্রামে খবর দেয়। বিষয়টি জানাজানি হলে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এসময় লাশটি ফুলে ফেঁপে চেহারার বিকৃতি ঘটলে লাশের পরনের কাপড়-চোপড় দেখে তার পরিবারের লোকজন লাশটি সনাক্ত করে। পুলিশ প্রাথমিক ভাবে যুবকের মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি। এলাকাবাসী বলছে, তাকে কেউ হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিতে পারে। তবে তার পরিবারের লোকজন জানায়, ছেলেটি নেশা পান করত এবং অনেক দিন থেকে সে মৃগি রোগে ভুগছিল। সবার অজান্তে পুকুর পাড়ে নেশা করে মৃগি রোগে আক্রান্ত হয়ে সে পানিতে পড়েও মারা যেতে পারে। সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
×