ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হচ্ছে নৌ-এ্যাম্বুলেন্স

প্রকাশিত: ০২:৩৩, ২১ অক্টোবর ২০১৭

চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হচ্ছে নৌ-এ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ‘সাগরের বিস্তীর্ণ জলরাশি ও নদ-নদী দ্বারা পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের কাছে দ্রুত স্বাস্থ্যসেবা পৌছে দিতে শিগগির চালু হচ্ছে নৌ-এ্যাম্বুলেন্স। একই সঙ্গে চালু হবে নৌ ফায়ার সার্ভিস। বিশেষ করে পায়রা সমুদ্রবন্দরসহ আশেপাশের চরাঞ্চলে আগুন নির্বাপনে এ ব্যবস্থা করা হবে। আর এ দু’টোরই নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হচ্ছে রামনাবাদ নদী তীরবর্তী গলাচিপা উপজেলা সদরে।’ পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময়ে বিশেষ অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রকল্প পরিচালক ও যুগ্নসচিব মোঃ আতাউল হক এ ঘোষণা দেন। আজ শনিবার দুপুরে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা সদরের পুরান লঞ্চঘাট এলাকায় রামনাবাদ নদীর তীরে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন এমপি ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ক্রীড়া অধিদফতরের প্রকৌশলী মোঃ শাহীনসহ সরকারী অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথি আখম জাহাঙ্গীর হোসাইন এমপি এ সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। ফায়ার সার্ভিস স্টেশনের নির্মান কাজ শুরুর মধ্য দিয়ে এ অঞ্চলের লাখ মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। পরে এক সাক্ষাতকারে আখম জাহাঙ্গীর হোসাইন এমপি বলেন, পায়রা সমুদ্রবন্দরের কারণে গোটা দক্ষিণাঞ্চলের দৃশ্যপট পাল্টে গেছে। এ অঞ্চলের উন্নয়নের ব্যাপক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এ অঞ্চলে আরও অসংখ্য উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে। এসবের সুফল দক্ষিণাঞ্চলের পাশাপাশি গোটা দেশের মানুষ ভোগ করবে। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
×