ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

প্রকাশিত: ০০:১২, ১৪ অক্টোবর ২০১৭

দিনাজপুরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলার পৃথক ৩টি উপজেলা থেকে দক্ষিণ অঞ্চলের সাংগঠনিক আমীর সাজ্জাদ হোসেনসহ ১১ জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ ইসরাইল হোসেন জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগঞ্জ বাজার থেকে জামায়াতের দক্ষিণ অঞ্চলের সাংগঠনিক আমীর সাজ্জাদ (৪০)সহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা শনিবার ভোরে রানীগঞ্জ বাজারের একটি বাড়ীতে নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন। অপর আটককৃতরা হলেভ নুরুল হক (২৫), মমদেল হোসেন (৩০), ইউনুস আলী (৪০) ও হায়দার আলী (৩৮)। আটক ৫ জনকে শনিবার বিকভলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে। চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ হারেসুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলা থেকে শিবির ক্যাডার নাশকতা মামলার আসামী হাবিবুল আলম (২৬), শরিফুল ইসলাম (২৫) ও জামায়াত নেতা ময়েজ উদ্দীন (৪৫)কে আটক করা হয়। একই সময় খানসামা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামী জামায়াত ক্যাডার শামসুল আলম (৪৫) ও আব্দুর রাজ্জাককে (৪২) আটক করে। আটককৃতদের বিকালে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
×