ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে দুই শিশু উদ্ধার

প্রকাশিত: ০০:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে দুই শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের জামে মসজিদের ভিতর থেকে দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুদের নাম আসলাম (১২) ও ফজলে রাব্বি (১৩)। পরে তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া দুই শিশুর বাড়ি ঢাকার নারায়নগঞ্জে। তারা ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি মাদ্রাসার ছাত্র। পুলিশ তাদের পরিবারকে খবর দিয়েছে। মসজিদের মোয়াজ্জিন জানান, সোমবার রাত ৯টার দিকে শিশু দুটি দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে কাঁপতে কাঁপতে ওজু খানার টেপ থেকে পানি পান করতে থাকে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের মাইক্রোবাসে করে ঢাকা থেকে অপহরণ করে নিয়ে এসে, এখানে ছেড়ে দেওয়া হয়েছে। উপায় না দেখে মসজিদের মধ্যে তারা আশ্রয় নেয়। এ সময় তারা কিছুটা অসুস্থ ছিল। পরে তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশকে বিষয়টি জানানো হয়। হাকিমপুর থানার এসআই রাকিব হাসান জানান, শিশু দুটিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখনও অচেতন অবস্থায় আছে। সুস্থ হয়ে উঠলে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। তবে তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে জানা গেছে, তাদের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে। তাদের কাছ থেকে অভিভাবকদের মোবাইর নম্বার নিয়ে খবর দেয়া হয়েছে। তারা হিলির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
×