ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কালকিনিতে সরকারি খাল দখল করছে প্রভাবশালীরা

প্রকাশিত: ২০:০৬, ১৩ সেপ্টেম্বর ২০১৭

কালকিনিতে সরকারি খাল দখল করছে প্রভাবশালীরা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় দিনের পর দিন বিভিন্ন খাল ভরাট করে চলছে দখলের মহোৎসব। প্রভাবশালী মহলের লোকজন পেশী শক্তি বলে খাল দখল করে তুলছেন পাকা ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এতে করে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় কৃষকদের। প্রানের ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা কেউ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে খাল ভরাটের বিষয় কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। এলাকা ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার সদর হাসপাতালের সামনে থেকে মজিদবাড়ী বাজার পর্যন্ত পাকা সড়কের পাসে একটি সরকারী খাল রয়েছে। সেই খাল দিনের পর দিন অবৈধ বালু দিয়ে ভরাট করে প্রভাবশালীরা একের পর এক পাকা ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান করে যাচ্ছে। এমকি ব্রাক অফিসের সামনে কোটি টাকা ব্যায়ে নির্মিত একটি ব্রীজ রয়েছে। প্রশাসন দখলদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় তাও দখলদারদের হাতে চলেগেছে। এতে করে ওই এলাকার কয়েক শত বিঘা জমির পানি প্রবাহ বন্ধ হয়েগেছে। জমির পানি ওই ব্রীজের নিচ দিয়েই নিস্কাসন হতো। তা এখন ভরাট হয়ে যাওয়ায় ওই এলাকার কৃষকদের বিভিন্ন কাজের সমেস্যায় পরতে হচ্ছে। আর একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলী জমি। এদিকে দখলদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহশ পাচ্ছেনা। অপরদিকে উপজেলার কাজিবাকাইর ফজলগঞ্জ বাজার, আলীনগরের কালীগঞ্জ বাজার, কয়ারিয়ার মোল্লার হাট বাজারের সরকারী খাল দখলদারদের হাতে চলেগেছে। সব মিলিয়ে কালকিনির সরকারী খাল দখলের জেন মহোৎসব চলছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্ত শেখ হাফিজুর রহমান বলেন, তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্তা নেয়া হবে।
×