ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএনপির এখন করুণ অবস্থা ॥ এরশাদ

প্রকাশিত: ০১:৫০, ১৭ আগস্ট ২০১৭

বিএনপির এখন করুণ অবস্থা ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ‘অত্যাচারী বিএনপির এখন করুণ অবস্থা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের পোড়ার দোকান এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন। এরশাদ বলেন, জাতীয় পার্টিকে একসময় নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। বিএনপি আমাদের উপর অনেক নির্যাতন করেছে। কিন্তু তাদের অবস্থা এখন করুণ। তিনি বলেন, জাতীয় পার্টির অবস্থা এখন আগের মতো নেই। জাতীয় পার্টিই এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তিনি আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, আমাদের ছাড়া নির্বাচন হবে না। কেউ ক্ষমতায় যেতে পারবে না এবং আল্লাহ যদি ইচ্ছা করেন, আমরা চেষ্টা করলে ক্ষমতায়ও আসতে পারব। বন্যাদুর্গত এলাকার মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে এ বিষয়ে আরও উদ্যোগ নিতে হবে, যাতে বন্যাদুর্গত মানুষ পর্যাপ্ত সরকারি ত্রাণ পেতে পারে। জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহাসচিব, সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। ওইসময় জেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির পক্ষ থেকে বন্যা দুর্গত ৫ শতাধিক মানুষের মাঝে মাথাপিছু ৫ কেজি করে চাল, এক কেজি লবণ ও আধা কেজি করে ডাল বিতরণ করা হয়।
×