ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেরপুর সীমান্ত দিয়ে ২ যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ০০:৫২, ১৭ আগস্ট ২০১৭

শেরপুর সীমান্ত দিয়ে ২ যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ অনুপ্রবেশের দায়ে আটক হওয়ার পর ভারতীয় কারাগারে কারাভোগ শেষে ২ বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদেরকে ফেরত দেওয়া হয়। এরা হচ্ছে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮) ও পার্শ্ববতী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বৈষ্ঠম গ্রামের বাবুল মিয়ার ছেলে সাজু মিয়া (২১)। জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর জামালপুর জেলার কর্ণজোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রুবেল মিয়া ও সাজু মিয়া। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে ধরা পড়লে তাদেরকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর তুরা কারাগারে ৭ মাস ১৫ দিন কারাভোগ শেষে বৃহস্পতিবার তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। ওইসময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার লোকেশ কুমার, পুলিশের এসআই এসকে কার্ফি এবং বাংলাদেশের পক্ষে হাতিপাগার বডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডার আবুল কালাম ও নালিতাবাড়ী থানা পুলিশের এসআই শাহ আলম, নাকুগাও ইমিগ্রেশন প্রতিনিধি আবুল হোসেন উপস্থিত ছিলেন।
×