ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে বৃষ্টিতে ইউএনওর বাসায় হাঁটু পানি

প্রকাশিত: ০১:৫৪, ১২ আগস্ট ২০১৭

মহাদেবপুরে বৃষ্টিতে ইউএনওর বাসায় হাঁটু পানি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ গত তিন দিনের লাগাতার মুষলধারে বৃষ্টিতে নওগাঁ জেলার সর্বত্র জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিবর্ষনে শহরের পুরনো হাসপাতাল রোড, মহিলা কলেজের সামনে, এটিম মাঠের সামনে, উকিলপাড়া সড়ক, রুবির মোড়, হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়। খেটে খাওয়া মানুষগুলো ঘরবন্দি হয়ে পড়ে। শনিবার জেলায় ১৩৫ মিঃলিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। লাগাতার বর্ষন ও উজানের ঢলের পানিতে দেরীতে হলেও জেলার নদনদীর পানি বৃদ্ধি শুরু হয়েছে। শহরের ছোট যমুনা নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। এদিকে লাগাতার বৃষ্টিতে জেলার মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরসহ শহরের অধিকাংশ এলাকায় হাঁটু পানি জমে থাকায় জণজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও অতিবর্ষনের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চলতি মৌসুমে রোপনকৃত রোপা আমন ধানের চারা বিনষ্টের আশংঙ্কা করছে কৃষকরা। অতিবর্ষনের ফলে উপজেলা পরিষদ চত্বর, থানা রোড, হাসপাতাল রোড, কলেজ রোড, শিবগঞ্জ মোড় এলাকার অধিকাংশ বসতবাড়ি এবং উপজেলা সদরের ভোকেশনাল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেঝেতে পানি ঢুকে পড়েছে। উপজেলা সদরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়া ও বসতবাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীসহ পথচারীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন জানান, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত তার সরকারী বসভবনের নিচতলার পুরো ফ্লোর পানিতে ডুবে গেছে। তিনি আরো জানান, ‘তার সরকারী বাসভবনসহ উপজেলা চত্বরের সরকারী কর্মকর্তাদের অনেক বাসাতেই পানি ঢুকে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম জানান, শনিবার উপজেলায় ১৩৫ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। এ রেকর্ড পরিমান বৃষ্টির ফলে উপজেলার ১০ ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফলে ওইসব নিম্নাঞ্চলের চলতি মৌসুমে রোপনকৃত ৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চারা পানির নিচে তলিয়ে আছে। আগামী ২-৩ দিন বৃষ্টিপাত না হলে রোপনকৃত ওইসব আমন ধানের চারা বিনিষ্ট হবে না বলেও আশ্বস্থ করেন তিনি।
×