ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৩১

প্রকাশিত: ২২:৩২, ২৬ মে ২০১৭

দৌলতপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৩১

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়েছে। এসময় পুলিশ উভয় পক্ষের অন্তত ১০ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও বর্তমান ইউপি সদস্য ইসমাইল হোসেনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় ধারাল অস্ত্রে সজ্বিত হয়ে উভয় পক্ষের ৫০-৬০ জন ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, বাড়ি-ঘর ভাংচুর ও একে অপরের ওপর হামলা করে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে এলাকা রনক্ষেত্র পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ওসমান, হ্যাবল, মিলন, জিন্নাত, সেন্টু, জলিমদ্দিন, হেকমত, জিয়া, নিহাজ, মিঠন, কামাল, শুকচাদ, মিজু, সেন্টু, বকুল, সকুল, ইমদাদুল, মোশারফ, শহিদুল, গণি, জিয়ারুল, কহবুল, শাহনাজ হক সহ অন্তত ৩১ জন আহত হয়। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি শাহা দারা খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩১ জন আহত হয়ে বলে প্রাথমিকভাবে জানাগেছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করলেও এলাকায় আতংক ও উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহা দারা খান জানান, পূর্ব বিরোধের জের ধরে সাবেক মেম্বর আবুল কালাম ও বর্তমান মেম্বর ইসমাইল হোসেনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েক রাউন্ড সর্টগানের ফাকা গুলি ছুড়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
×