ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সাবেক ডিসি কারাগারে

প্রকাশিত: ০১:৫১, ২২ মে ২০১৭

কক্সবাজারে সাবেক ডিসি কারাগারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক ডিসি মো: রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুর ১২টায় আদালতে আত্ম সমর্পন করতে গেলে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তৌফিক আজিজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২১ মে উচ্চ আদালতের দেয়া ডিসি মো: রুহুল আমিনের জামিনের মেয়াদ শেষ হয়। ২০১৪ সালের ৭ ডিসেম্বর কক্সবাজারের সাবেক ভূমি হুকুম দখল কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ৩ এপ্রিল মামলার চার্জশীট দাখিল করেন দুদকের চট্টগ্রাম উপ-পরিচালক সৈয়দ আহমেদ। চার্জশীটভূক্ত ৩৬ আসামির মধ্যে সাবেক জেলা প্রশাসক মো: রুহুল আমিন ২৬নং আসামি। তিনি অর্থমন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব। সূত্র জানায়, এ মামলায় ইতোপূর্বে গ্রেফতার হন- সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাফর আলম, সাবেক উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার, এ্যাডভোকেট নুর মোহাম্মদ সিকদার, সার্ভেয়ার মোহাম্মদ ফখরুল ইসলাম। এদের মধ্যে জামিনে আছেন আবুল কাশেম মজুমদার ও নুর মোহাম্মদ সিকদার। বাদী পক্ষের আইনজীবি জানান, আসামিরা পরস্পর যোগসজসে নিজেরা লাভবান হয়ে এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত ও সরকারী খাস জমিসহ ফিল্ড বুকে চিংড়ি ঘেরের কোন বিবরণ না থাকা সত্বেও জাল জালিয়াতির মাধ্যমে ভূঁয়া ও অরেজিষ্ট্রীকৃত চুক্তিনামা ও মাষ্টার রোলের ফটোকপি দাখিল করেন। আসামিরা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ১৩৩৫ একর জমির চিংড়ি ফসলের ক্ষতিপূরণের প্রাক্কলন তৈরী ও অনুমোদনের মাধ্যমে প্রত্যাশি সংস্থা, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লি: এর নিকট হতে অন্যান্য ক্ষতিপূরণের সঙ্গে চিংড়ি ক্ষতিপূরণ বাবদ ৪৬ কোটি ২৪লাখ ৩৩হাজার ৩২০ টাকা চেক সংশ্লিষ্ট অধিগ্রহনের হিসেবে জমা করেন। পরবর্তীতে ২০টি এলএ চেক মূলে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন আসামিরা।
×