ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরিশাল বোর্ডে ২৩ হাজার উত্তরপত্র পুর্নমূল্যায়নের আবেদন

প্রকাশিত: ২০:৫৬, ১৯ মে ২০১৭

বরিশাল বোর্ডে ২৩ হাজার উত্তরপত্র পুর্নমূল্যায়নের আবেদন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুর্নমূল্যায়ন আবেদনে বরিশাল শিক্ষাবোর্ডে বিগত সকল বছরের রেকর্ড ভেঙ্গেছে। এবার আট হাজার পরীক্ষার্থী ২৩ হাজার উত্তরপত্র পুর্নমূল্যায়নের জন্য আবেদন করেছে। গতবছর ২২ হাজার উত্তরপত্র পুর্নমূল্যায়নের আবেদন করা হয়েছিল। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় মোট ২৪টি বিষয়ের মধ্যে পুর্নমূল্যায়নে সবচেয়ে আবেদন পরেছে গণিতে। এ বিষয়ে মোট আবেদনকারী পরীক্ষার্থী হলো চার হাজার ৬৮৬ জন। সবচেয়ে কম আবেদন পরেছে খ্রিস্টান ধর্ম বিষয়ে মাত্র দুজন। অন্যান্য বিষয়ে আবেদনকারীর মধ্যে রয়েছে বাংলা প্রথমপত্রে এক হাজার ৩৩০ জন, বাংলা দ্বিতীয় পত্রে এক হাজার ৩৮৬ জন, ইংরেজী প্রথমপত্রে এক হাজার ১১৬ জন, ইংরেজী দ্বিতীয়পত্রে এক হাজার ৩১৯ জন, ইসলাম শিক্ষায় এক হাজার ৩১৭ জন, হিন্দুধর্মে ১৩৩ জন, ভূগোলে ৪৯২ জন, উচ্চতর গণিতে ২৬৫ জন, সাধারণ বিজ্ঞানে ৫২৯ জন, কৃষিশিক্ষায় ৫২১ জন, পদার্থবিদ্যায় এক হাজার ৮৭০ জন, জীববিজ্ঞানে এক হাজার ১০৭ জন, রসায়নে এক হাজার ৭০২ জন, পৌরনীতিতে ২৫০ জন, অর্থনীতিতে ৯৯ জন, ব্যবসায় উদ্যোগে ৭৫৬ জন, হিসাববিজ্ঞানে ১৫৭জন, শারীরিক শিক্ষায় এক হাজার ৫২৭ জন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে এক হাজার ৫৮১জন, গাহস্থ্য বিজ্ঞানে ৪২জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৬৯৬ জন এবং বাংলাদেশ ও বিশ্বসভ্যতা বিষয়ে ৭৫৩ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ আনোয়ারুল আজিম জানান, উত্তরপত্র পুর্নমূল্যায়নের জন্য ১৬০জন শিক্ষক তালিকাভূক্ত করা হয়েছে। আগামী ২৯ মে পুর্নমূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
×