ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণের আহ্বান ॥ সোয়াট পাঠাতে বলল জঙ্গিরা

প্রকাশিত: ২২:৫৪, ২৪ মার্চ ২০১৭

আত্মসমর্পণের আহ্বান ॥ সোয়াট পাঠাতে বলল জঙ্গিরা

জনকণ্ঠ রিপোর্ট ॥ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই ভবন থেকে জঙ্গিদের বের হয়ে আত্মসমর্পণ করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত তাতে সাড়া মেলেনি। পুলিশের আত্মসমর্পণের আহ্বানের জবাবে ‘দেরি না করে তাড়াতাড়ি সোয়াট পাঠাতে বলেছে’ সন্দেহভাজন এক জঙ্গি। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে নিজেদের মধ্যে আলোচনা করছেন পুলিশ কর্মকর্তারা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি কমিশনার রোকনউদ্দিন জানান, ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল বৃহস্পতিবার রাত ৩টার দিকে পাঁচতলা ভবনটি ঘিরে ফেলে। সকালের দিকে ওই বাড়ি থেকে পুলিশের দিকে গ্রেনেড ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি চালায়। সোয়াটের একটি দল হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা এলে মূল অভিযান শুরু হবে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই ভবনের নিচতলার চার নম্বর ইউনিটে জঙ্গিরা আস্তান গেড়েছে বলে তারা সন্দেহ করছেন। আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরের দিকে ওই বাড়ির কাছে তারা বিস্ফোরণের শব্দ পান। পরে গুলির শব্দও শোনা যায়। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই ভবন ঘিরে এবং আশপাশের বিভিন্ন ভবনের ছাদে সশস্ত্র অবস্থান নিয়ে আছে পুলিশ। ওই ভবনের দিকে যাওয়ার দুটি সড়কে চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই বাড়ির অন্যান্য ফ্ল্যাটে যে পরিবারগুলো আটকা পড়েছে, তাদের দরজা-জানালা বন্ধ করে ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশের হ্যান্ড মাইক থেকে।
×