ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রাথমিক শিক্ষা উন্নয়নে ঠাকুরগাঁওয়ে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ২৩:১২, ১৩ মে ২০১৬

প্রাথমিক শিক্ষা উন্নয়নে ঠাকুরগাঁওয়ে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় আর্থিক ব্যবস্থাপনা ওয়েভ ভিত্তিক গণনাকারী যন্ত্র প্রয়োগকারী হিসাবরক্ষণ পদ্ধতি বিষয়ে দুইদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ অতিথি’র বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুর রউফ, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাত আহমেদ। স্বাগত বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেস। কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত ৪০ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়ে পড়া রোধে করণীয় এবং আর্থিক ব্যবস্থাপনা ওয়েভ ভিত্তিক গণনাকারী যন্ত্র প্রয়োগকারী হিসাবরক্ষণ পদ্ধতি বিষয়ে ধারণা দেওয়া হবে।
×