ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের দেখা পাবে না ক্রীড়াপ্রেমীরা

প্রকাশিত: ১৯:৩৭, ২ জুলাই ২০২৩

আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের দেখা পাবে না ক্রীড়াপ্রেমীরা

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ আসছেন বাংলাদেশে। 

সোমবার বেলা ১২টায় ঢাকায় অবস্থান করলেও সাধারণ ক্রীড়ামোদীরা তাকে দেখার সুযোগ সেভাবে পাবেন না বললেই চলে।   মার্টিনেজকে ঢাকায় আনছে ফান্ডেড নেক্সটের কোম্পানি নেক্সট ভেঞ্চার। 

রবিবার (২ জুলাই) বিকেলে এক অনির্ধারিত সংবাদ সম্মেলন হয় মার্টিনেজের আগমন নিয়ে। নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব একসঙ্গে বলেন, 'আমাদের ইচ্ছে ছিল মার্টিনেজকে নিয়ে একটি পাবলিক অনুষ্ঠান করার। তিনি ২৬ জুন কনফার্ম করেছেন। ঈদের ছুটি এবং তিনি খুবই কম সময় ঢাকায় থাকবেন ফলে সেই অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।'

তাদের অফিসে মার্টিনেজের একটি বোর্ড করা হয়েছে। আর্জেন্টিনা বাংলাদেশের ছোট পতাকা দিয়ে সাজানো। মার্টিনেজকে নিয়ে তাদের অফিসের সূচি নিয়ে জায়েদ বলেন, 'আমরা মার্টিনেজকে বাংলাদেশের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বিষয়টি ছবি, ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলব। আমাদের অফিসে স্টাফরা কিছু সময় কাটাবে তার সঙ্গে। আমন্ত্রিত অতিথিরাও থাকবেন সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে।' 

ফান্ডেড নেক্সট ও নেক্সট ভেঞ্চারের কর্মী সংখ্যা দুই শতাধিক তাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মার্টিনেজ একজন ফুটবলার এরপরও কোনো ফুটবলার আমন্ত্রিত নন এই অনুষ্ঠানে। 

অতিথি সম্পর্কে গালিব বলেন , 'আমরা আইটি কোম্পানি তাই আইসিটি মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। মাশরাফি আর্জেন্টিনার সমর্থক। তিনি তরুণ সমাজের আইকন সে হিসেবে তাকে আমন্ত্রণ দেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল দল ভারতে তারা আগামীকাল আসবে। ফুটবলাররা দেশে থাকলে আমরা অবশ্যই কয়েকজনকে দাওয়াত দিতাম।' ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন একজন ফুটবল কিংবদন্তি তাকেও আমন্ত্রণ দেয়নি। ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত নয় মার্টিনেজ সফর নিয়ে।   

সংক্ষিপ্ত সফর সূচি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎতের চেষ্টা চলছে বলে জানান জায়েদ, 'প্রধানমন্ত্রী অফিস থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। চেষ্টা চলছে সাক্ষাতের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতও থাকতে পারেন।'

আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় বিমানবন্দরে নামার কথা মার্টিনেজের। এরপর সেখান থেকে হোটেলে যাবেন। হোটেল থেকে নেক্সট ভেঞ্চার ফান্ডেড নেক্সটের অফিস পরিদর্শনে যাবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারিত হলে সেখান থেকে যাবেন আর না হলে ওখান থেকে বিমানবন্দরে চলে যাবেন। মার্টিনেজের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জায়েদ বলেন, 'আমরা বিমানবন্দর অথরিটি, ডিএমপি সবাইকে অবহিত করেছি। সম্পূর্ণ নিরাপত্তা আদলে তিনি থাকবেন।'

গণমাধ্যমেরও প্রবেশাধিকার নেই কালকের অনুষ্ঠানে। আয়োজকরা নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবে। ছোট্ট অফিসে সাধারণ ফুটবলপ্রেমীদের মার্টিনেজের সঙ্গে দেখা হওয়ার সুযোগ একেবারেই থাকছে না। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×