ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফুটবল দিয়ে ২৬ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ গেমস

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ জানুয়ারি ২০২১

ফুটবল দিয়ে ২৬ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ গেমস

স্পোর্টস রিপোর্টার ॥ ২৬ মার্চ ফুটবল দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মাঠের লড়াই। ঢাকার দুই ভেন্যুতে হবে ফুটবল। সিলেট ও কক্সবাজারে ক্রিকেট। সূচি এবং ভেন্যু চূড়ান্ত করতে ফেডারেশনগুলোর সাথে বৈঠক শুরু করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যবিধি মানা হলেও, সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক থাকবে কি-না সিদ্ধান্তহীনতায় বিওএ। এক বছর পিছিয়ে শুরুর অপেক্ষায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। বৃহৎ এই আয়োজনের রূপরেখা নির্ধারণে ব্যস্ততা অলিম্পিক ভবনে। এরই ধারাবাহিকতায় ফেডারেশনগুলোর সাথে বৈঠক শুরু করলো স্টিয়ারিং কমিটি। ৩১ ডিসিপ্লিনের মধ্যে প্রথম দিন ফুটবল, আর্চ্যারি, দাবা, অ্যাথলেটিক্স, সাইক্লিংসহ আলোচনা হয়েছে ১১ ফেডারেশনের সাথে। ১ এপ্রিল উদ্বোধন হলেও ২৬ মার্চ ফুটবল দিয়ে শুরু হবে মাঠের লড়াই। বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুরে হবে পুরুষ ও নারী ফুটবল। সিলেটে ছেলেদের ক্রিকেট, কক্সবাজারে হবে নারীদের ম্যাচ। প্রথম দিনের বৈঠকে দাবার সূচি সংক্ষিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজনের লক্ষ্য থাকলেও, সাইক্লিংয়ের ভেন্যু নির্ধারণ হয়েছে হাতিরঝিল ও বিকেএসপি। অ্যাথলেটিক্স হবে প্রধান ভেন্যুতেই।
×