ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ

প্রকাশিত: ২২:৩৬, ৯ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ হাল্কা একটু ঠান্ডা ছাড়া আর কোন উপসর্গ নেই। পাকিস্তান সুপার লীগ (পিএসএল টি২০) খেলতে যাবেন। এ জন্য করোনা পরীক্ষা করান। তাতেই ধরা পড়ে কোভিড-১৯। বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করোনা আক্রান্ত হয়ে যান। পুরো সুস্থ তিনি। পরীক্ষা করাতে গিয়েই জানতে পারেন করোনা আক্রান্ত হয়েছেন। এখন আছেন আইসোলেশনে। তাতে পিএসএলে আর মাহমুদুল্লাহর খেলতে যাওয়া হচ্ছে না। শুধু তাই নয়, আসন্ন বঙ্গবন্ধু টি২০ কাপেও শুরু থেকে খেলতে পারবেন এরও নিশ্চয়তা নেই। মাহমুদুল্লাহ নিজের এমন অবস্থায় মহা অবাকও হয়েছেন। হওয়ারই কথা। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্টে যখন কোভিড-১৯ ধরা পড়ে তখন নিজেই চমকে যান। পরেরদিন টেস্ট করানোর পর আবারও ফল পজিটিভ আসে। পিএসএলে না যেতে হলে হয়তো টেস্টই করানো হতো না। জানাও হতো না করোনা আক্রান্ত তিনি। এভাবেই হয়তো চলে যেত দিন। মাহমুদুল্লাহ এ নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জানান, ‘করোনা পরীক্ষায় পজিটিভ আসায় আমি অবাক হয়েছি। ৬ নবেম্বর আমি করোনা পরীক্ষা করাই। আমার ঠান্ডা লাগা ছাড়া জ্বর কিংবা অন্য কোন উপসর্গ ছিল না। আমি গতকাল (শনিবার) দ্বিতীয়বারের মতো পরীক্ষা করিয়েছি এবং সেটার ফলাফলও পজিটিভ এসেছে।’ সঙ্গে যোগ করেন, ‘বর্তমানে আমি আলাদা একটি ঘরে থাকছি। আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে কিছুটা চিন্তিত। আমি আমার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।’ পিএসএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ মাহমুদুল্লাহ। তিনি বলেছেন, ‘পিএসএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়াটা হতাশার। এটি একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। সেখানে দুটি ম্যাচ খেলার ভাল সুযোগ ছিল আমার। আমি এখন দ্রুত সুস্থ হওয়ার জন্য চেষ্টা করছি এবং বঙ্গবন্ধু টি২০ কাপে অংশ নিতে চেষ্টা করছি।’ পিএসএলে প্লে-অফ পর্বে খেলার কথা ছিল মাহমুদুল্লাহর। সঙ্গে বাংলাদেশ ওপেনার, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালেরও খেলার কথা রয়েছে। মুলতান সুলতান্সে খেলার কথা মাহমুদুল্লাহর। রবিবারই পাকিস্তানে উড়াল দেয়ার কথাও ছিল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তা আর সম্ভব হয়নি। তামিম খেলবেন লাহোর কালান্দার্সে। তামিমের মঙ্গলবার সকাল ১০টায় পাকিস্তানে উড়াল দেয়ার কথা রয়েছে।
×