ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ছাঁটাই সেতিয়েন, আসছেন কোম্যান

প্রকাশিত: ২৩:৩২, ১৯ আগস্ট ২০২০

ছাঁটাই সেতিয়েন, আসছেন কোম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ বেয়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বার্সিলোনার ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বিষয়টি অনুমিতই ছিল। অবশেষে সেটাই হয়েছে। মঙ্গলবার বার্সিলোনার কোচ পদ থেকে ছাঁটাই করা হয়েছে কিকে সেতিয়েনকে। দায়িত্ব নেয়ার মাত্র সাত মাসের মধ্যেই ব্যর্থতার দায়ে ন্যুক্যাম্প ছাড়তে হলো তাকে। সেতিয়েনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বর্তমানে হল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা রোনাল্ড কোম্যান। বিবৃতিতে বার্সিলোনা জানিয়েছে, নতুন মৌসুমকে সামনে রেখে বার্সিলোনার মূল দলটি পুনর্গঠনের লক্ষ্যে নতুন কোচের নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে। ২০১৮ সালে হল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন কোম্যান। করোনাভাইরাসের কারণে আগামী বছর পর্যন্ত স্থগিত হয়ে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২২ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে ডাচ জাতীয় দলের। কিন্তু ডাচ শিবির থেকে এখন তিনি কাতালান তাঁবুতে চলে আসছেন। কিংবদন্তি ইয়োহান ক্রুইফের অধীনে খেলোয়াড় হিসেবে বার্সিলোনায় দারুণ সময় কাটিয়েছেন কোম্যান। ১৯৯২ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে জয়সূচক গোলটিও করেছিলেন। কিন্তু তার কোচিং ক্যারিয়ারে আছে মিশ্র অভিজ্ঞতা। সঙ্কটময় মুহূর্তে তিনি বার্সিলোনায় আসতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে কোচ হিসেবে তার প্রথম কাজই হবে অধিনায়ক লিওনেল মেসিকে দলে ধরে রাখা।
×