ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে বসুন্ধরা কিংসের অনুশীলন

প্রকাশিত: ০৯:২৩, ৩ এপ্রিল ২০২০

ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে বসুন্ধরা কিংসের অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। ব্যাতিক্রম নয় বাংলাদেশও। তবে করোনা ভাইরাসের আঘাতের মাঝেই আলাদা বসুন্ধরা কিংস। আরও ব্যতিক্রম দলটির গোলর¶করা। থেমে নেই ফিটনেস ধরে রাখার লড়াই। কোচ নুরুজ্জামান নয়নের অধীনে ডিজিটাল প্লাটফর্মে চলছে তাদের অনুশীলন। সীমাবদ্ধতার মাঝেও কোচের নির্দেশে নিয়মিত ট্রেনিংয়ের ভিডিও ফুটেজ পাঠাতে হচ্ছে মিতুল, হামিদ, জিকোদের। তাতে ফিটনেস লেভেল ৭০ ভাগ ধরে রাখা সম্ভব বলছেন কোচ নয়ন। বিশ্ব থেমে যাওয়ার আগে দর্শক-ভোটে সপ্তাহের সেরা এশিয়ান ফুটবলারের পুরস্কার জিতেছিলেন আনিসুর রহমান জিকো। এএফসি কাপের পারফরম্যান্স তাকে সেই স্বীকৃতি দিয়েছিল। থমকে যাওয়া বিশ্বে একদিন প্রাণ ফিরবে। আবারও মাঠে গড়াবে খেলা। সাফল্যের চূড়ায় থেকে নতুন করে শুরুর জন্য নিজেকে প্রস্তুত রাখছেন জিকো। তিনি শুধু একা নন, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সব ফুটবলারই ঘরে বসে ফিটনেস ধরার রাখার যুদ্ধে ব্যস্ত। তার মাঝেও তিন গোলরক্ষক আলাদা। কিংসের গোলরক্ষক কোচ নয়ন গোলবারের অতন্দ্র প্রহরীদের নিয়ে নিয়মিত কাজ করছেন ডিজিটাল প্লাটফর্মে। সীমাবদ্ধতার মাঝেও ফিটনেস ঠিক রাখতে জিকো, হামিদ, মিতুলদের নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন নয়ন। রানিং, জিম, ডায়েট সবকিছুর পরীক্ষাও নিচ্ছেন ভিডিও ফুটেজের মাধ্যমে।
×