ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ খুলনা-রাজশাহী

প্রকাশিত: ০৯:৪৬, ১৩ জানুয়ারি ২০২০

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ খুলনা-রাজশাহী

মিথুন আশরাফ ॥ শেষ মুহূর্তে এসে পড়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০)। আর পাঁচদিন বাকি। ১৭ জানুয়ারি শুক্রবার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু বিপিএলের। এর আগে আজ লীগের ‘প্লে-অফ’ শুরু হচ্ছে। এ পর্বে দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা প্লাটুন মুখোমুখি হবে। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস লড়াই করবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। খুলনা ও রাজশাহীর মধ্যে যে দল জিতবে, তারা ফাইনালে উঠে যাবে। আর চট্টগ্রাম ও ঢাকার মধ্যে যে দল হারবে তাদের বিদায় ঘণ্টা বাজবে। লীগপর্বে প্রতিটি দল ১২টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। খুলনা টাইগার্স পয়েন্ট তালিকার শীর্ষে থাকে। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকে খুলনা। দ্বিতীয় স্থানে সমান পয়েন্ট নিয়ে রাজশাহী থাকে। তবে রানরেটে পেছনে থাকাতেই দ্বিতীয় স্থানে থাকে রাজশাহী। চট্টগ্রামেরও সমান ১৬ পয়েন্ট থাকে। তবে সেই রানরেটই সামনে চলে আসে। আর তাই তৃতীয় হয় চট্টগ্রাম। আর ২ পয়েন্ট কম ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা চতুর্থ হয়। লীগপর্ব শেষে পয়েন্ট তালিকায় সেরা চারটি দলই ‘প্লে-অফে’ খেলার সুযোগ পায়। সাত দলের লীগে বাকি থাকা তিন দল বাদ পড়ে যায়। কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স ১০ পয়েন্ট করে পায়। রানরেটের হিসেবে কুমিল্লা পঞ্চম ও রংপুর ষষ্ঠ স্থান অর্জন করে। আর এবার লীগে সবচেয়ে বাজে করে সিলেট থান্ডার। দলটি ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে সপ্তম হয়। সপ্তমবারের মতো হচ্ছে বিপিএল। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে লীগ। এ লীগে যে বাজে ফল বয়ে বেড়াল সিলেট থান্ডার তা এর আগে কোন দলই করে দেখায়নি। বিপিএলের ইতিহাসের সবচেয়ে বাজে দলের নামটি এখন সিলেট থান্ডার। বঙ্গবন্ধুর নামে হওয়া বিপিএলে কোন্ দল চ্যাম্পিয়ন হবে তা ১৭ জানুয়ারি ফাইনাল ম্যাচ শেষ হতেই জানা যাবে। তবে এর আগে আজ ফাইনালে ওঠা একটি দল মিলে যাবে। লীগের নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। সেই অনুযায়ী আজ খুলনা ও রাজশাহীর মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে খেলা নিশ্চিত করবে। আর এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম ও ঢাকার মধ্যকার যে দল জিতবে তারা লীগে টিকে থাকবে। হারা দল বিদায় নেবে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে এলিমিনেটর ম্যাচে জেতা দল। যে ম্যাচটিতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারা দলও খেলবে। এলিমিনেটর ম্যাচে জেতা দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারা দলের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে। যে দল জিতবে তারাও ফাইনালে খেলবে। লীগপর্বে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুটি দল ফাইনালে ওঠার ক্ষেত্রে ডাবল সুযোগ পাচ্ছে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল এলিমিনেটর ম্যাচে খেলে যে দল হারবে বিদায় নেবে। আর প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলা হবে। হারা দলের দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকছে। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে খুলনা ও রাজশাহীকে। যদিও রাজশাহী শুরু থেকে শেষ পর্যন্ত একরকম ধারাবাহিকতা বজায় রেখেই খেলেছে। খুলনাও তাই। হার-জিতের মধ্যে থেকে লীগ শেষ করেছে। শেষ পর্যন্ত সেরা দুইয়ে এই দুই দল থেকেছে। চট্টগ্রামও একই তালে খেলেছে। আর তাই তো সেরা দুই দলের সমান পয়েন্টই অর্জন করেছে। তবে ঢাকা লীগপর্বে একটু পিছিয়েই থাকে। এখন ‘প্লে-অফে’ আসল লড়াই হবে। এই পর্বে আবার ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে আছে সংশয়। লীগপর্বের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুতে আঘাত পান। তাতে ১৪ সেলাই পড়ে। যদিও বাঁ হাতে সেলাই হয়েছে। তাই তিনি ডানহাতে বোলিং করতে পারবেন। তবে ফিল্ডিং আর ব্যাটিং করা কঠিন। আর তাই তার খেলা অনিশ্চিতই। তাতে করে ঢাকা দুর্বলই হয়ে পড়ছে। দলের অনুপ্রেরণাদায়ক নেতাই যে নাই। তবে ঢাকার ম্যানেজার আহসান উল্লাহ হাসান যা বলেছেন রবিবার তাতে আজ খেলেও ফেলতে পারেন মাশরাফি। ঢাকার ম্যানেজার বলেছেন, ‘সে (মাশরাফি) খেলতে ভীষণ ইচ্ছুক। আমরা বুঝতে পারছি না কি করব। দৃঢ় মনোবলে সে বলছে, খেলবে। জানেনই তো মাশরাফি একজন লড়াকু মানুষ। এখন বিষয়টি তার ওপর ছেড়ে দিয়েছি।’ লীগপর্বে এক বা দুই ম্যাচ হারলে ফিরে আসা যায়। কিন্তু ‘প্লে-অফে’ ফিরে আসা কঠিন। কারণ লীগ শেষদিকে চলে এসেছে। এ মুহূর্তে ভুল করলেই বিপদ। হারতে থাকলে বিদায় হবে দল। জিততে থাকলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও আছে। আজ ‘প্লে-অফ’ শুরু হওয়া থেকেই আসলে ফাইনালে ওঠার আসল লড়াই শুরু হয়ে যাবে। আজ চট্টগ্রাম ও ঢাকার মধ্যে কোন দল বিদায় নেবে আর খুলনা না রাজশাহী ফাইনালে উঠবে তাও নিশ্চিত হয়ে যাবে।
×