ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দিবালা-রোনাল্ডোর গোলে জুভেন্টাসের জয়

মালদিনিকে ছুঁলেন বুফন

প্রকাশিত: ০৯:৩৬, ২০ ডিসেম্বর ২০১৯

  মালদিনিকে ছুঁলেন বুফন

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে জুভেন্টাস। বুধবার সাম্পদোরিয়ার বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মাউরিসিও সারির দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস এদিন ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক সাম্পদোরিয়াকে। সফরকারীদের হয়ে গোল দুটি করেন পাওলো দিবালা আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে সাম্পদোরিয়ার বিপক্ষে অসামান্য এক কীর্তি গড়েন জুভেন্টাসের তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ইতালিয়ান সিরি’এ লীগে পাওলো মালদিনির সর্বোচ্চ ম্যাচে (৬৪৭) প্রতিনিধিত্ব করার রেকর্ডে ভাগ বসালেন তিনি। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান সাম্পদোরিয়ার। অন্যদিকে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমাটা গায়ে মেখেই প্রতিপক্ষের মাঠে খেলতে নামে বুফন-রোনাল্ডোরা। শুরু থেকেই নিজেদের দাপট দেখায় তুরিনের ওল্ড লেডিরা। ম্যাচ শুরুর ১৯ মিনিটেই প্রথম এগিয়ে যায় তারা। দরুণ এক গোল করে সফরকারী সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান পাওলো দিবালা। ডি-বক্সে ডানদিকে এ্যালেক্স সান্দ্রোর পাস পেয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে গোলটি করেন তিনি। তবে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মাউরিসিও সারির দল। কিছুক্ষণের মধ্যেই গোল পরিশোধ করে সাম্পদোরিয়া। ডি-বক্সে তারা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে ১০ গজ দূর থেকে জোরালো শটে ৩৫ মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান ইতালিয়ান ফরোয়ার্ড জিয়ানলুকা কাপরারি। তবে গোল হজম করেই যেন জ্বলে ওঠে জুভেন্টাস। বিরতিতে যাওয়ার আগেই আবারও জুভদের এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৪৫ মিনিটে দুর্দান্ত হেড থেকে গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সিআর সেভেন। এর ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এর পরের সময়টাতে অবশ্য আর কোন গোলের দেখা পায়নি কেউ। যে কারণে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে টানা ৮ বারের লীগ চ্যাম্পিয়নরা। কিন্তু খেলার নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ২য় মিনিটে কাপরারি বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়। ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সাম্পদোরিয়ার বিপক্ষে জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ১৩ জয় আর ৩ ড্রয়ের সৌজন্যে ৪২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। তবে এই ম্যাচে জুভেন্টাসের জয় ছাপিয়ে আলোচনায় কিংবদন্তি জিয়ানলুইজি বুফনের নাম। ১৯৯৫ সালে ইতালিয়ান সিরি’এ লীগে অভিষেক ঘটেছিল জিয়ানলুইজি বুফনের। সেই সময়ে তার বয়স ছিল ১৭ বছর ২৯৫ দিন। শুরুটা করেছিলেন ফার্মার জার্সিতে। এরপর জুভেন্টাসেই কাটিয়ে দিয়েছেন জীবনের পুরোটা সময়। মাঝে এক মৌসুমের জন্য খেলেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে। ক্লাব ফুটবলে খেলা বিভিন্ন দেশের ফুটবলারদের নিজ দেশের হয়ে যেমন বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকে। তেমনি অনেক লীগের মধ্যে তাদের স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন্স লীগ জেতার। সেই স্বপ্ন নিয়েই ২০১৮-১৯ মৌসুমে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছিলেন বুফন। কিন্তু লীগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লীগ আর জেতা হয়নি তার। যে কারণে ফরাসী ক্লাব পিএসজি অধ্যায় শেষে এ বছরেই আবার পুরনো ঠিকানা জুভেন্টাসে ফিরে আসেন ইতালিয়ান ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। গত মৌসুমে ১২ মাসের জন্য তুরিনের বুড়িদের ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন বুফন। মেয়াদ শেষ হওয়ার পর গত ৫ জুন ঘোষণা দেন পার্ক দ্য প্রিন্সেস ছাড়ার। তখন গুঞ্জন উঠেছিল অবসরে যেতে পারেন ইতালির সাবেক এই তারকা গোলরক্ষক। কিন্তু বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা বাদ দিয়ে নতুন মৌসুমের জন্য পুনরায় জুভদের গোলপোস্ট সামলানোর দায়িত্ব নেন ৪১ বছর বয়সী এই গোলরক্ষক।
×