ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রিয়াদের নেতৃত্বে ভারত গেল টি২০ দল

প্রকাশিত: ১১:৫১, ৩১ অক্টোবর ২০১৯

 রিয়াদের নেতৃত্বে ভারত গেল টি২০ দল

স্পোর্টস রিপোর্টার ॥ এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন র্ছিল টালমাটাল। মঙ্গলবার যার সর্বশেষ বড় একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। দেশসেরা ক্রিকেটার, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জুয়াড়ির প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করায় ২ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে কারণে সাকিবকে ছাড়াই মঙ্গলবার রাতে মাহমুদুল্লাহ রিয়াদকে টি২০ অধিনায়ক করে ভারত সফরের জন্য নতুন করে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সেই দলটি বুধবার দুপুরে বাংলাদেশ ছেড়েছে। আর সফরে যাওয়ার আগে বিষাদ বদনেই দিল্লীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন রিয়াদ, মুশফিকুর রহীমরা। আগামী ৩, ৭ ও ১০ নবেম্বর ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলার জন্য আপাতত টি২০ দল গেছে ভারত সফরে। বুধবার বিকেলেই দিল্লি পৌঁছে গেছেন তারা। গত ১৭ অক্টোবর সাকিবকে অধিনায়ক করেই ভারত সফরের টি২০ দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। কিন্তু এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘরোয়া আসরগুলোয় বেতনভাতা ও নানা সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ক্রিকেটাররা ধর্মঘটে যান সাকিবের নেতৃত্বে। দাবিসমূহ না মানলে জাতীয় দলের হয়ে এবং যে কোন পর্যায়ে ক্রিকেট খেলা ও অনুশীলন থেকে বিরত থাকার ঘোষণা দেয়া হয়। সেই দাবিগুলো বিসিবি মেনে নিয়ে নির্দিষ্ট সময়েই অনুশীলন শুরু করতে পেরেছিল টি২০ দলকে নিয়ে। তবে মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরিতে ছিটকে যান এবং তামিম ইকবাল পারিবারিক কারণে পুরো সফর থেকেই নাম প্রত্যাহার করে নেন। সাকিব অনুশীলন করেননি প্রথমদিনই, এরপর দুটি প্রস্তুতি ম্যাচও খেলেননি। গুঞ্জন ওঠে সাকিব যাচ্ছেন না ভারত সফরে। সবমিলিয়ে অজানা এক অস্থিরতায় যেন থমথম করছিল ক্রিকেটাঙ্গন। এর মধ্যেই সাকিবের নিষিদ্ধ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার একদিনের ব্যবধানে তা সত্য হয়ে যায়। তাই সাকিবকে ছাড়াই রিয়াদের নেতৃত্বে নতুন করে টি২০ দল ঘোষণা করেন নির্বাচকরা। দল ঘোষণা হয়েছে মঙ্গলবার রাতে, আর বুধবার দুপুরেই দলটি ঢাকা ত্যাগ করেছে দিল্লীর উদ্দেশে। সাকিবের পরিবর্তে তাইজুল ইসলাম, তামিমের পরিবর্তে মোহাম্মদ মিঠুন এবং সাইফউদ্দিনের বদলে আবু হায়দার রনিকে নিয়ে দল সাজানো হয়। এই প্রথম ভারতের মাটিতে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ, সেখানেই সাকিবের মতো অন্যতম পারফর্মারকে ছাড়া খেলতে হবে বাংলাদেশ দলকে। তাই দীর্ঘদিনের সতীর্থ মুশফিক বললেন, ‘সাকিবের সঙ্গে অনেক বছর যাবত খেলছি, অবশ্যই তাকে মিস করব। সে অন্যতম সেরা একজন ক্রিকেটার, তাকে ছাড়া খেলা অবশ্যই কঠিন। আমি সবার কাছে দোয়া চাই, শুধু আমার জন্য না সাকিবের জন্যও।’ অধিনায়ক রিয়াদও দুঃখ প্রকাশ করেন সাকিবের জন্য। তিনি বলেন, ‘আমি মনে করি সে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় অংশ। এটা নিয়ে কোন সন্দেহ নেই। আমার মনে হয় সবাই ব্যথিত ওর জন্য। কারণ আমরা সবাই জানি ও কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য।’ সাকিবকে ছাড়া এই সফরটি বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে উঠল। ভারতের বিপক্ষে বরাবরই দুর্দান্ত পারফর্মার সাকিব। এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে স্বাভাবিকভাবেই সাকিব ভাইয়ের অনুপস্থিতি আমাদের জন্য অনেক বড় অভাব। আমি মনে করি এই সিরিজটি আমাদের সবার জন্য অনেক বড় চ্যালেঞ্জের।’ টি২০ দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন।
×