ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গেইলকেও গতির আগুনে পোড়াতে চান জোসেফ

প্রকাশিত: ১২:০০, ১০ এপ্রিল ২০১৯

গেইলকেও গতির আগুনে পোড়াতে চান জোসেফ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) অভিষেকেই আলো ছড়ানো আলজারি জোসেফ তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিততে চান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত শনিবার নতুন ইতিহাস গড়েন ২২ বছরের ওয়েস্ট ইন্ডিয়ান তরুণ। ৩.৪ ওভারে ১২ রান দিয়ে শিকার ৬ উইকেট- আইপিএলে যা সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। ১৩৬ রানের পুঁজি নিয়েও প্রতিপক্ষকে ৯৬-এ গুটিয়ে দিয়ে সেদিন রোহিত শর্মার দল পায় ৪০ রানের জয়। পাঁচ খেলায় তিন জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা মুম্বাই আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে। জোসেফ জানিয়েছেন, চমকে-সীমাবদ্ধ না থেকে দলকে এভাবেই জেতাতে চান। নিয়মিত সুযোগ পেলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জয় করাই তার ধ্যান-জ্ঞান। জোসেফ আজ প্রতিপক্ষ শিবিরে থাকা স্বদেশী ক্রিস গেইলকে গতির ঝড়ে পোড়াতে চান। অধিনায়ক রোহিতের সঙ্গে মজার এক প্রশ্ন-উত্তর পর্বে জোসেফ বলেন, ‘এটা ছিল আইপিএলে আমার প্রথম ম্যাচ। তাই মাঠে নেমে নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। স্কোরবোর্ডে কত রান রয়েছে সেটা নিয়ে ভাবিনি। প্রথম বল থেকেই তো ম্যাচ সংক্রান্ত সব তথ্য সামনে থাকে। তাই কী রকম বৈচিত্র্যে বল করতে হবে সেটা বোঝা যায়। আমি শুধু পরিকল্পনা অনুযায়ী বল করতে চেষ্টা করেছিলাম। আর কিছু মাথায় ছিল না।’ আলজারির উত্তর শুনে মুগ্ধ মুম্বাই অধিনায়ক বলে ওঠেন, ‘দারুণ বলেছ। বোঝাই যাচ্ছে, তুমি কতটা দলের কথা ভাব। আমাদের পরের ম্যাচে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। যে দলে আছে ক্রিস গেইল। তোমার কি বিশেষ কোন পরিকল্পনা আছে গেইলের বিরুদ্ধে?’ জোসেফের উত্তর, ‘খুব জোরে বোলিং করতে চাই।’ বাকিটা মজা করে বলে দেন রোহিতই, ‘জোরে বোলিং, গেইলের হেলমেটে লক্ষ্য করে। সঙ্গে সুইং...!’ জোসেফ আরও বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। স্বপ্নের মতো মনে হচ্ছে। এত ভাল শুরু করতে পারব ভাবিনি। আমি খেলি জেতার জন্য। উইকেট নিয়ে অবশ্যই ভাল লাগে কিন্তু আমার লক্ষ্য মুম্বাইকে চ্যাম্পিয়ন করা।’ সত্যি স্বপ্নের অভিষেক। প্রথম বলেই উইকেট। অফ স্টাম্পের বাইরের বল প্লেড-অন ওয়ার্নার (১৫)। প্রথম ওভারে মেডেনসহ উইকেটের পর দ্বিতীয় ওভারে তুলে নেন বিজয় শঙ্করকে (৫)। জোসেফ সবচেয়ে বেশি তোপ দেগেছেন ১৬ আর ১৮তম ওভারে। দুটি ওভারেই তুলে নেন দুটি করে উইকেট। ৩.৪ ওভারে ১ মেডেনে ১২ রান দিয়ে ৬ উইকেট, আইপিএলে অভিষেকে তো বটেই, আইপিএল ইতিহাসেই এটিই সেরা বোলিং।
×