ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইপিএল হ্যাটট্রিকে কুরানের রেকর্ড

প্রকাশিত: ১২:১০, ৩ এপ্রিল ২০১৯

আইপিএল হ্যাটট্রিকে কুরানের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের নতুন রেকর্ড গড়েছেন স্যাম কুরান। চলমান ১২তম আসরে পরশু মোহালিতে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের ১৪ রানের অবিশ্বাস্য জয়ের রূপকার ২০ বছর বয়সী এই ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার। ১৬৭ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৪ উইকেটে ১৪৪ রান করা দিল্লী ১৫২ রানে অলআউট হয়ে যায়। কুরানের বোলিং বিশ্লেষণ ২.২-০-১১-৪। ২০০৯ আইপিএলে ২২ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন ‘বোলার’ রোহিত শর্মা! তাকে পেছনে ফেলে কুরান গড়েছেন নতুন রেকর্ড। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে পাঞ্জাবের মালিক পক্ষের অন্যতম বলিউড নায়িকা প্রীতি জিনতার সঙ্গে তার নাচ ভক্তদের জন্য ছিল বাড়তি আনন্দের। কুরানকে এই ম্যাচটা হয়তো সাইডবেঞ্চে বসেই দেখতে হতো। ক্রিস গেইলের চোটে সুযোগ পেয়ে যান কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশে। ইংলিশ অলরাউন্ডার সুযোগটা কাজে লাগিয়েছেন দারুণভাবে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে পাঞ্জাব। কিন্তু অবাক করা ব্যাপার হলো- হ্যাটট্রিক করেছেন, তা টের পাননি কুরান! মোহালিতে সোমবার রাতের এই ম্যাচে ১৬৭ রান তাড়ায় সহজ জয়ের পথেই ছিল দিল্লী। একটা সময় জয়ের জন্য তাদের দরকার ছিল ২১ বলে ২৩ রান, হাতে ৭ উইকেট। সেই ম্যাচটাই কিনা ১৭ বলের মধ্যে মাত্র ৮ রানে ৭ উইকেট হারিয়ে ১৪ রানে হেরে গেছে দিল্লী! কুরান ৫ বলের মধ্যে হ্যাটট্রিকসহ নিয়েছেন ৪ উইকেট। বাঁহাতি এই পেসার হ্যাটট্রিকটা করেছেন দুই ওভার মিলিয়ে। ১৮তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট করেন কলিন ইনগ্রাম ও হার্শাল প্যাটেলকে। শেষ ওভারে প্রথম দুই বলে কাগিসো রাবাদা ও সন্দীপ লামিচানেকে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরান জানিয়েছেন, তিনি জানতেনই না হ্যাটট্রিক করে মাঠ ছাড়ছেন, ‘দর্শকদের চিৎকারে কিছু শুনতেই পাইনি। এমনকি আমি নিজেই বুঝতে পারিনি যে হ্যাটট্রিক করেছি। ম্যাচ শেষে এ্যাশ (রবিচন্দ্রন অশ্বিন) এসে আমাকে জানায়। অসাধারণ অনুভূতি।’ তার আগে গেইলের পরিবর্তে এদিন ওপেনিংয়ে নেমে মাত্র ১০ বলে ২০ রানের দারুণ এক ‘ক্যামিও’ ইনিংসও খেলেন কুরান। জানিয়েছেন এর আগে স্কুল ক্রিকেটে ওপেন করলেও পেশাদার ক্রিকেটে এমন অভিজ্ঞতা তার এটাই প্রথম, ‘আমি এখানে সবার মন জিততে এসেছি। এর আগে আমি স্কুল ক্রিকেটে ওপেন করেছি, তবে পেশাদার ক্রিকেটে এই প্রথম ওপেন করার অভিজ্ঞতা হলো।’ আইপিএলের নিলামে পাঞ্জাব কেন তাকে ৭.২ কোটি রুপীতে দলে টেনেছে সেটা নিজের দ্বিতীয় ম্যাচেই দেখিয়ে দিলেন ২০ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার।
×