ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

সৌম-বিজয়ের অর্ধশতক

প্রকাশিত: ০৭:১৪, ১৬ অক্টোবর ২০১৮

সৌম-বিজয়ের অর্ধশতক

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপের দলে ঠাঁই হয়নি এনামুল হক বিজয়ের, পরে যোগ হয়েছিলেন সৌম্য সরকার। তবে এ দু’জনই নেই জিম্বাবুইয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে। এবার টেস্ট দলে জায়গা করে নেয়ার চেষ্টায় আছেন দু’জনই। সোমবার জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শুরু হওয়া তৃতীয় রাউন্ডে চারদিনের ম্যাচের প্রথম দিনে দারুণ অর্ধশতক হাঁকিয়েছেন এ দু’জনই। প্রথম স্তরে খুলনায় স্বাগতিকরা রংপুর বিভাগের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে এ দু’জনের অর্ধশতকে দিনশেষ করেছে ৭ উইকেটে ২৭২। দ্বিতীয় স্তরে, বগুড়ায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে শামসুর রহমান শুভ ও জাবিদ হোসেনের অর্ধশতকে ৬ উইকেটে ২৬৬ রান তুলেছে ঢাকা মেট্রোপলিস। তবে প্রথম স্তরে বরিশালে রাজশাহী বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচে বৈরি আবহাওয়ার কারণে টসই হয়নি। দ্বিতীয় স্তরের অপর ম্যাচটিও একই কারণে টস হতে পারেনি। সেটি কক্সবাজারে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের ম্যাচ। প্রথম স্তর ॥ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুলনা দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে। তবে এরপর বিজয়-সৌম জুটি দ্বিতীয় উইকেটে ১১১ রান যোগ করে ভাল অবস্থানে নিয়ে যান দলকে। ১০৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৬ রান করে বিজয় সাজঘরে ফেরেন। তবে সৌম্য আরও বড় করেন তার ইনিংসকে। শেষ পর্যন্ত ১৪১ বলে ৮ চার, ১ ছক্কায় ৭৬ রানে তিনি সাজঘরে ফিরলে দ্রুত কয়েকটি উইকেট হারায় খুলনা। সৌম্য চলতি আসরের প্রথম রাউন্ডে এবং বিজয় দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি পেয়েছিলেন। শেষদিকে মেহেদী হাসান ৩৭ রান করেন। আর ৩৩ রানে ব্যাট করছেন জিয়াউর রহমান। দিনশেষে ৭ উইকেটে ২৭২ রান তুলেছে তারা। রংপুরের পক্ষে পেসার সাজেদুল ইসলাম ৫৭ রানে ৪ উইকেট নিয়েছেন। বরিশালে রাজশাহী-বরিশালের অপর ম্যাচ বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় মাঠে গড়ায়নি। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রামের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। শামসুর ছাড়া খুব বড় ইনিংস খেলতে পারেননি শুরুর দিকে কেউ। তিনি ৫০ রান করে আঘাত পেয়ে মাঠ ছাড়লে বিপদে পড়ে মেট্রো। মোহাম্মদ আশরাফুলও ০ রানে রানআউট হয়ে যান। তবে উইকেটরক্ষক জাবিদ ১৪৯ বলে ৯ চারে ৭৯ রান নিয়ে ব্যাট করছেন। তিনি ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন শরীফুল্লাহকে (৪৫ রানে আউট) নিয়ে। ৬ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শেষ করেছে মেট্রো। হাসান মাহমুদ ও শাখাওয়াত হোসেন দুটি করে উইকেট নিয়েছেন। মাঠ ভেজা থাকায় কক্সবাজারে ঢাকা-সিলেট ম্যাচে কোন খেলা হয়নি প্রথম দিন।
×