ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাফ ফুটবলে ব্যর্থতার কারণ খুঁজবেন স্বয়ং সালাউদ্দিন

প্রকাশিত: ০৬:৪৪, ১২ সেপ্টেম্বর ২০১৮

সাফ ফুটবলে ব্যর্থতার কারণ খুঁজবেন স্বয়ং সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আশা জাগিয়েও সাফ সুজুকি কাপের সেমিফাইনালে উঠতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। এ নিয়ে তারা টানা চারটি সাফেই বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই। অথচ এই দলের পেছনে প্রচুর অর্থ খরচ করা হয়েছিল। তাদের কন্ডিশনিং ক্যাম্প করতে পাঠানো হয়েছিল কাতার এবং দক্ষিণ কোরিয়ায়। কিন্তু সবকিছুই পরিণত হয়েছে প-শ্রমে। চলমান সাফে গ্রুপপর্বে নেপালের কাছে গোলরক্ষক শহীদুল আলম সোহেলের হাস্যকর-শিশুতোষ ভুলে শেষ হয়েছে সব সুনীল স্বপ্ন। নেপালের কাছে হারার পরই চারদিকে শুরু হয় সমালোচনা। বিশেষ করে ম্যানেজার সত্যজিৎ দাস রূপু এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদের দিকেই মূল অভিযোগ। কারণ এই দু’জনই ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত। কোচ জেমি ডে’র ক্যাম্পে না থাকার পরও কেন গোলরক্ষক সোহেলকে দলে নেয়া হলো, একাদশে রাখা হলো, কেন ক্লাবভিত্তিক একজন ব্যক্তিকে ম্যানেজারের পদে রাখা হলো, কেন আবাহনীকে প্রাধান্য দেয়া হলোÑ এসবই হচ্ছে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন, ‘সাফের ব্যর্থতার জন্য আমি নিজেই তদন্ত করছি। আশাকরি আগামী ৪/৫দিনের মধ্যেই এর একটা ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করতে পারব।’ দল বিদায় নেয়ার পর ইংল্যান্ডে ছুটি নিয়ে চলে গেছেন কোচ জেমি ডে। তিনি ফিরলেই তার সঙ্গে কথা বলবেন বাফুফে বস, ‘কোচ আসলে তার সঙ্গে বসব। কথা বলব। এছাড়া সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে কথা বলব। সবার বক্তব্য নেব এবং আমার পর্যবেক্ষণÑ সবমিলিয়ে একটা চিত্র তুলে ধরতে পারব সবার সামনে।’ শুধু তাই নয়, নিরপেক্ষ এবং পেশাদার ম্যানেজার নিয়োগ দেয়া যায় কি না, সে বিষয়েও চিন্তা-ভাবনা করা হবে বলে জানান বাফুফে সভাপতি। এদিকে উপমহাদেশীয় ফুটবলে শ্রেষ্ঠত্বের পরিচায়ক সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ধারাবাহিক ব্যর্থতার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন।
×