ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন হতে চান বাংলাদেশের ক্রিকেটাররা

প্রকাশিত: ০৫:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

চ্যাম্পিয়ন হতে চান বাংলাদেশের ক্রিকেটাররা

মিথুন আশরাফ ॥ এশিয়া কাপ খেলতে রবিবার দুবাই গেছে বাংলাদেশ দল। দলের ক্রিকেটারদের চাওয়া একটাই। যেন আগের চেয়ে ভাল করতে পারেন। সেই আশা সব ক্রিকেটারের মধ্যেই আছে। তাদের চাওয়া থেকেই বোঝা যাচ্ছে, ২০১২ ও ২০১৬ সালে যে এশিয়া কাপে ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবার আশা চ্যাম্পিয়ন হওয়া। মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুনরা নিজেদের মেলে ধরতেও প্রস্তুত। মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলে দেশে ফিরে দলের সঙ্গে দুবাই গেছেন। তার আশা, ‘যদি আত্মবিশ্বাসের কথা বলি, আমরা দল হিসেবে খুব ভালভাবে যাচ্ছি আমার মনে হয়। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে খুব ভাল ক্রিকেট খেলে আমরা সিরিজ জিতেছি। আর এশিয়া কাপের কথা যদি বলি, গত এশিয়া কাপটা আমাদের ভাল গেছে। আমরা দুইটা এশিয়া কাপের ফাইনাল খেলেছি। এর সঙ্গে এটাও বলব যে, প্রতিটি দলই ভাল এবং সবাই ভাল ক্রিকেট খেলছে। প্রতিটি ম্যাচই তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটি ম্যাচেই আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। এভাবে চিন্তা করেই আমরা মাঠে নামব।’ সঙ্গে যোগ করেন, ‘আরব আমিরাতের কন্ডিশন একটু কম বা বেশি, আমাদের মতোই। কিন্তু গরমটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের মানিয়ে নিতে হবে। ব্যাটিং পজিশনের কথা বলব, আমি আসলে দলের জন্য খেলি। দল যখন যেখানে আমাকে খেলাবে আমি সেখানে খেলতেই প্রস্তুত।’ সিপিএলে ৬ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৮৭ রান ও ৫ ম্যাচে বোলিং করার সুযোগ পেয়ে ৪ উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ। এবার এশিয়া কাপেও আরও ভাল করতে চান তিনি। বলেছেন, ‘যে কোন জায়গায় ভাল খেলা সবসময় আত্মবিশ্বাস দেয়। এবারের সিপিএলে মোটামুটি ভাল একটা সময় গেছে আমাদের। বলব না খুব ভাল হয়েছে। তবে যতটুকু সুযোগ পেয়েছি, কাজে লাগাতে চেয়েছি।’ মিরাজ এবার প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবেন। তার আশা, ‘অবশ্যই আগের থেকে ভাল কিছু করার। আমরা শেষ তিন এশিয়া কাপের দুইটিতেই ফাইনালে খেলেছি। প্রত্যাশা থাকবে ভাল করার। আমাদের টিম কম্বিনেশন সবকিছুই ভাল আছে। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। ইনশাআল্লাহ ভাল হবে। দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য ভাল কিছু বয়ে আনতে পারি।’ সঙ্গে যোগ করেন, ‘হ্যাঁ, এটা প্রথম এশিয়া কাপ। আমি কখনও এশিয়া কাপ খেলিনি। লক্ষ্য থাকবে দলের জন্য যা দরকার ততটুকু দেয়ার। আসলে আমি যেখানে ব্যাট করি সেখানে ২০-২৫ রানও অনেক ভাইটাল। আমি চেষ্টা করব দল আমার কাছে যেটা আশা করে সেটাই দেয়ার।’ পেসার আবু হায়দার রনি জানান, ‘মিশন যদি বলি তাহলে আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন ভাল খেলতে পারি। আমরা দল হিসেবে খুব ভাল খেলছি। আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি। গ্রুপে দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ যদি ভালভাবে খেলতে পারি তাহলে এরপরের লক্ষ্য ঠিক করব। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে যেন গ্রুপে ভাল করতে পারি। ব্যক্তিগত লক্ষ্য যদি বলি সেখানে যদি সুযোগ পাই তাহলে আমার ওয়ানডেতে অভিষেক হবে। আর গত কয়েক ম্যাচে আমার বেশ ভাল বোলিং হয়েছে। এটাই সেখানে ধরে রাখার চেষ্টা করব। যদি ম্যাচ খেলি তাহলে আমি যেগুলো ভাল পারি সেগুলো করার চেষ্টা করব এবং দলকে কিছু দেয়ার চেষ্টা করব।’ মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘টার্গেট যদি নিজের কথা বলেন তাহলে অবশ্যই ভাল করার চেষ্টা থাকবে। নিজের দিক থেকে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে চাইব। ওয়ানডেতে আমরা খুব ভাল ক্রিকেট খেলি। আমাদের জন্য প্রথম রাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম রাউন্ডটা যদি আমরা ভালভাবে পার করতে পারি, এরপর ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে ভাল হবে।’
×