ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১৮ বছরের এ তরুণী নজর কেড়েছেন সবার, এশিয়ান গেমস সাঁতার শেষ, এবার চীনকে টপকে জাপানের শ্রেষ্ঠত্ব

পরাজয়কে ঘৃণা করেন রিকাকো

প্রকাশিত: ০৬:২৩, ২৬ আগস্ট ২০১৮

  পরাজয়কে ঘৃণা করেন রিকাকো

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমসে জলের লড়াইয়ে মুখোমুখি অবস্থানে ছিল এবার চীন-জাপান। সাঁতারে চীনের প্রাধান্যটাই দেখা গেছে সবসময়। কিন্তু এবার ইন্দোনেশিয়ার জাকার্তায় তাদের পেছনে ফেলেছে জাপান। সাঁতারের ৪১ স্বর্ণপদকের লড়াইয়ের মাধ্যমে শেষ হয়ে গেছে এই আকর্ষণীয় ইভেন্ট। এর মধ্যে স্বর্ণপদক ১৯টি করে দখলে নিয়েছে উভয় দেশ। তবে সবমিলিয়ে আরও ২০ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জসহ ৫২ পদক নিয়ে সাঁতারে সেরা জাপান। চীন পেয়েছে ১৯ স্বর্ণের পাশাপাশি ১৭ রৌপ্য ও ১৪ ব্রোঞ্জ। জাপানের এই শ্রেষ্ঠত্বের পেছনে আছে ১৮ বছর বয়সী তরুণী রিকাকো ইকির ঝড় তোলা সাফল্য। তিনি গেমসের এক আসরে রেকর্ড ৬ স্বর্ণপদক জিতেছেন। এখন তিনি জাতির আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছেন ২০২০ সালের টোকিও অলিম্পিকে। তবে এই প্রত্যাশার চাপকে মাথায় না নিয়ে তিনি বরং জানিয়ে দিয়েছেন হারতে ঘৃণা করেন তিনি। আর যত ভক্ত, তত শক্ত তিনি এমনটাই দাবি রিকাকোর। সাঁতারের পুলে হয়তো চীনের একচেটিয়া আধিপত্য শেষই হয়ে গেল। এবার তাদের পেছনে ফেলে দিয়েছে অন্যতম প্রতিপক্ষ জাপান। আর এমনটা সবাই চেয়েছিলও। কারণ সাঁতারের ‘ব্যাড বয়’ এবং ‘ড্রাগ পাপী’ সান ইয়াং এখনও তাদের অন্যতম ভরসা ও শক্তির নাম। দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন তিনি। এবার এশিয়ান গেমসে অবশ্য সেটার কোন প্রভাব পড়েনি। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তিনি পুরুষদের ফ্রিস্টাইল ইভেন্টগুলোয়। ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে তার শ্রেষ্ঠত্ব খর্ব করা যায়নি। আর শু জিয়াউ তো ব্যাকস্ট্রোকের রাজা হয়ে গেছেন। তিনি পুরুষদের ৫০, ১০০, ২০০ মিটার ব্যাকস্ট্্েরাকে সোনা জেতার পাশাপাশি ১০০ মিটারের মিশ্র এবং পুরুষ মিডলে রিলেতেও স্বর্ণপদক এনে দিয়েছেন। এ দু’জনের পাশপাশি মেয়েদের পুলে নজর কেড়েছেন ওয়াং জিয়ানজিয়াহে। তিনি ৩টি ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন মেয়েদের দূরপাল্লার ফ্রিস্টাইলে। আর সে কারণেই হয়তো চীনের দুর্দান্ত সাফল্য এবারও চোখে পড়ছিল সবার। আর সান ইয়াং বহির্বিশ্বে যতই চক্ষুশূল হয়ে উঠুন, তিনি চীনাদের কাছে দারুণ প্রিয়। বিশেষ করে তরুণীরা তাকে খুব আপন করে পেতে উৎসুক। ইন্দোনেশিয়ার জাকার্তায়ও তেমনটাই দেখা গেছে। অনেক চীনা তরুণী উপস্থিত ছিলেন সাঁতারের পুলে সানকে দেখার জন্য। তারা সানের শারীরিক গঠন, চেহারা, মনোভাব এবং ভাবপ্রকাশের ধরনে একেবারে মুগ্ধ। উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারা। সানকে নিয়ে চীনাদের এত মাতামাতি থাকলেও পুরো এশিয়াতেই এখন সাড়া ফেলে দিয়েছেন জাপানের এক তরুণী। ১৮ বছর বয়সী তরুণী রিকাকো ইকি সবাইকে মুগ্ধ করেছেন তার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে। তিনি চলতি আসরে শেষ হওয়া সাঁতার ইভেন্টে ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইল, ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাই, ৪ী১০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ৪ী১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণপদক জিতে হৈচৈ ফেলে দিয়েছেন। এশিয়ান গেমসের এক আসরে ৬ স্বর্ণপদক জেতা প্রথম মহিলা সাঁতারু তিনি। এখন পর্যন্ত এশিয়াডের কোন ক্রীড়াতেই কোন নারী এ্যাথলেট এক আসরে ৬ স্বর্ণ জিততে পারেননি। এছাড়া মিশ্র মিডলে রিলে ও ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রৌপ্য জিতে সবার নজর কেড়েছেন। সবমিলিয়ে এক আসরেই ৮টি পদক জিতেছেন রিকাকো। নিশ্চিতভাবেই এখন জাপানের জাতীয় বীরাঙ্গনা হয়ে গেছেন তিনি। আর ২ বছর পর নিজ দেশেই অনুষ্ঠিতব্য অলিম্পিকে জাপানের স্বপ্ন ও আশার প্রতীক ইকি। এই চাপ প্রসঙ্গে রিকাকো বলেন, ‘চাপ আমার কাছে এমন বিষয় যেটার মধ্যে থেকেই আমি উন্নতভাবে বেড়ে উঠেছি। আমার নিজ শহর টোকিও অলিম্পিকে অবশ্যই অনেক জাপানী আমার সমর্থনে চিৎকার করবে এবং হয়তো দেশের বাইরেরও অনেকে আমাকে উৎসাহিত করবে। সেটা আমাকে বরং বড় রকমের শক্তি জোগাবে। যত ভক্ত, তত শক্ত আমি। যখনই আমি সাঁতারে নামি তখনই আমি শুধু হেরে যাওয়াটাকেই ঘৃণা করি।’
×