ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফুটবলার পরিচয়ে অস্ট্রেলিয়ায় বোল্ট!

প্রকাশিত: ০৬:৪৩, ১৬ আগস্ট ২০১৮

ফুটবলার পরিচয়ে অস্ট্রেলিয়ায় বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ সুপার এ্যাথলেট, সর্বকালের সবচেয়ে গতিধর মানব, অলিম্পিক রেকর্ডধারী, কিংবদন্তি স্প্রিন্টার, বিদ্যুত বোল্ট- যে কোনটিই একজনের পরিচয়ের জন্য যথেষ্ট। তিনি জ্যামাইকার গতি বিস্ময় উসাইন বোল্ট। কিন্তু গত বছর লন্ডনে বিশ্বচ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারে শেষবারের মতো ট্র্যাকে দৌড়েছেন তিনি। তবু তার পরিচয় স্প্রিন্টার হিসেবেই। তবে এবার অস্ট্রেলিয়ায় এসেছেন নতুন পরিচয়ে। ক্যারিয়ারের পুরোটা সময় পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। সেই স্বপ্ন পূরণ করছে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাব। নির্দিষ্ট কোন চুক্তির ব্যাপারে না জানিয়েই ক্লাবটি তাকে দলে টেনেছে। এখন তাদের হয়েই অনুশীলন করবেন বোল্ট। সিডনি থেকে ৭৫ কিলোমিটার উত্তরের একটি এলাকা গসফোর্ড। গেল সপ্তাহের শেষদিন একাই সেখানে পৌঁছেছেন বোল্ট। পৌঁছার পর বোল্টের কি কি প্রয়োজন সেটা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের ব্যস্ততার অন্ত ছিল না। যদিও বোল্টের কোন বিশেষ মেডিক্যাল চেকআপই করা হয়নি। তবে বোল্টও নিজের সুযোগ-সুবিধার জন্য বিশেষ কোন আবদার করেননি। শুধু তিনি চেয়েছেন তারজন্য বরাদ্দ করা গাড়ির রং যেন কালো হয়। এ বিষয়ে মেরিনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শন মিলেক্যাম্প বলেন, ‘আপাতত রংটা কালোই পছন্দ তার। তিনি জানিয়েছেন আর কোন চাওয়া নেই। এমনকি ব্যক্তিগত বডিগার্ড, শরীর ম্যাসেজ করার জন্য কেউ, গাড়ির চালক কিছুই চাননি তিনি। এমনকি ফ্রান্স থেকে আনা বোতলজাত পানীয়ও চাননি।’ বোল্ট যে গাড়ি চেয়েছেন সেটি এমনকি খুব দামী ব্র্যান্ডেরও নয়। বরং স্পন্সরশিপ চুক্তি অনুসারে ক্লাবটিকে গাড়ি সরবরাহ করে হুন্দাই, তাদের গাড়িই দেয়া হবে বোল্টকে। তার বিষয়ে মিলেক্যাম্প আরও বলেন, ‘তার সফরসঙ্গী হিসেবে উচ্চ পর্যায়ের তেমন কেউ ছিল না। শুধু বোল্ট আর তার ম্যানেজার এসেছেন এবং তারপর একাই সিডনি থেকে গসফোর্ড রওনা হন। আর যখন তিনি গাড়ি চালাবেন ক্লাবের অন্যদের মতোই গাড়িটি হবে হুন্দাইয়ের।’ দীর্ঘদিন ধরেই ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত বোল্ট। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি প্রত্যাশাও ব্যক্ত করেছেন ফুটবলার হওয়ার। অবশেষে এবার হয়তো তার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ৮টি অলিম্পিক স্বর্ণজয়ী বোল্ট জীবন্ত কিংবদন্তি। কিন্তু তার চুক্তির বিষয়ে মিলেক্যাম্প বলেন, ‘চুক্তির বিষয়টি নিয়ে উসাইন কখনও তেমন কিছু বলেননি। ক্লাবের অন্য খেলোয়াড়দের মতোই হবে তার সঙ্গে চুক্তির ব্যাপারটি। অবশ্যই তার মতো বড় মাপের কাউকে রাখার বাস্তবতাটা উপলব্ধি করছি। কিন্তু যখন এটা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট তখন বাড়তি কোন সুবিধার সুযোগ নেই। আর এমনটা বোল্টেরই চাওয়া। এভাবেই তার ফুটবল অভিযান শুরু হতে যাচ্ছে।’
×