ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজ জেতার আশা সাকিবের

প্রকাশিত: ০৭:০০, ১ আগস্ট ২০১৮

টি২০ সিরিজ জেতার আশা সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ জেতা হয়েছে। ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার টি২০ সিরিজ জেতার মিশনে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে। এ সিরিজেও জেতার আশা করছেন টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে একের অধিক ম্যাচের দ্বিপক্ষীয় টি২০ সিরিজে কখনই জিততে পারেনি বাংলাদেশ। ২০০৬ সাল থেকে টি২০ খেলছে। ২৫টি টি২০ সিরিজ এরআগে খেলা হয়ে গেছে। কিন্তু টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে একের অধিক ম্যাচের সিরিজ জেতার খাতা শূন্যই আছে। ২৫টি সিরিজের মধ্যে চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০০৬ সালে প্রথম সিরিজেই বাজিমাত করেছে। সেটি ছিল এক ম্যাচের সিরিজ। এরপর ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচের টি২০ সিরিজে, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের টি২০ সিরিজে জিতেছে বাংলাদেশ। বাকি ২১টির মধ্যে ৬টি টি২০ সিরিজে ড্র করেছে। হেরেছে ১৫টি সিরিজে। এবার বাংলাদেশ ওয়ানডে সিরিজ থেকে প্রেরণা নিয়ে টি২০ সিরিজেও আক্ষেপ ঘোচাতে চায়। সাকিব যেমন বলেছেন, ‘আমরা টি২০ সিরিজটা নিয়ে অনেক আশাবাদী। এর বড় কারণ হচ্ছে আমরা ওয়ানডে সিরিজটা বেশ ভাল করলাম। দেশের বাইরে নয় বছর পর একটা ওয়ানডে সিরিজ জেতা আমাদের জন্য বড় একটা অর্জন।’ সঙ্গে যোগ করেন, ‘আশাকরি, এই আত্মবিশ্বাস টি২০ সিরিজে আমাদের কাজে আসবে। সবাই এই আত্মবিশ্বাস নিয়েই খেলতে পারবে।’ বাংলাদেশের জেতার সম্ভাবনাও উজ্জ্বল। ওয়েস্ট ইন্ডিজের টি২০ দলে যে নেই ক্রিস গেইল। টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন যিনি, তিনিই নেই টি২০ সিরিজে। গেইলকে বিশ্রামে রাখা হয়েছে। তাতে বাংলাদেশের জেতার সম্ভাবনাও গেছে বেড়ে। এরপরও টি২০টা খুব ভাল করেই খেলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। তাদের পছন্দের ফরমেট যে এটি। তারা বিশ্বচ্যাম্পিয়নও। সাকিব তাই সাবধান, ‘আমরা জানি, বিশেষ করে টি২০তে ওয়েস্ট ইন্ডিজ খুব শক্তিশালী দল। ওদের সবচেয়ে পছন্দের ফরমেট এটা। আর আমাদের জন্য এটা একটু কঠিন। আমি বিশ্বাস করি, আমাদের সামর্থ্য আছে ওদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলে সিরিজটা জেতার।’ টি২০ বাংলাদেশ বরাবরই ভোগে। এই ফরমেটটা ঠিকমতো রপ্ত করা যায়নি এখনও। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই যেমন টানা তিনটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তাই টি২০ নিয়ে সবসময়ই একটা ধাঁধার মধ্যেই থাকে বাংলাদেশ। ত্বরিত সিদ্ধান্তই যেন নেয়া যায় না। তাতে করে দলও ডোবে। অবশ্য নতুন, তরুণ খেলোয়াড়দের নিয়ে টি২০তে আশাবাদী সাকিব। বলেছেন, ‘বেশ কয়েকজন নতুন খেলোয়াড় আছে আমাদের টি২০ দলে। আমি আশাকরি, ওরা ভাল করবে। ওদের জন্য খুব রোমাঞ্চকর একটা সময়।’ সঙ্গে যোগ করেন, ‘এটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা সুযোগ যে, কয়েকজন নতুন খেলোয়াড়কে এখানে খেলানোর সুযোগ পাচ্ছি। আর এটা যেহেতু নতুনদেরই খেলা, আশাকরি ওরা ভাল করবে।’ নতুনরা এখন ভাল করলেই হয়। তাতে করে দল সিরিজ জিতলেই হয়। তাহলে সাকিবের সিরিজ জেতার আশাও পূরণ হবে।
×