ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট

লজ্জা- সিরিজ হার রুমানাদের

প্রকাশিত: ০৭:২৯, ১০ মে ২০১৮

লজ্জা- সিরিজ হার রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ একেক করে ম্যাচ যাচ্ছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ঝুলিতে লজ্জা যুক্ত হচ্ছে। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ব্যতিক্রম ঘটেনি। এবারতো ৭১ রানেই অলআউট হয়ে গেল রুমানাবাহিনী। ৯ উইকেটের বিশাল হার আবারও হলো। তাতে করে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন হার হলো বাংলাদেশের। সিরিজ হারও নিশ্চিত হয়ে গেল। কিম্বার্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেতে ৮৯ রানে বাংলাদেশকে গুটিয়ে দেয়ার পরই বুঝে গেছে আগে ফিল্ডিং নিতে পারলেই বাজিমাত সহজেই করা যাবে। তা করলও প্রোটিয়া নারী ক্রিকেটাররা। বাংলাদেশকে ৭১ রানেই গুটিয়ে দিল। ৩৬.৫ ওভারের বেশি খেলতেই পারল না বাংলাদেশ। নিগার সুলতানা সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করতে পারেন। পান্না ঘোষের ব্যাট থেকে আসে ১২ রান। ফাহিমা খাতুন করেন ৯ রান। এছাড়া আর কোন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এমনকি ব্যক্তিগত স্কোরবোর্ডে ৫ রানের কম করেছেন বাকিরা। কি দুর্দশা হচ্ছে ব্যাটসম্যানদের। পেসার আয়াবোঙ্গা খাকা একাই ৩ উইকেট নিয়েছেন। সাত বোলার বল করেছেন। একজন ছাড়া সবাই উইকেট পেয়েছেন। জবাব দিতে নেমে ওপেনার এ্যান্ড্রি স্টেইন (১২) শুধু আউট হয়েছেন। ওপেনার লিজেল লি (৪৪*) ও তৃষা চেটি (১৫*) মিলে দলকে জিতিয়ে দেন। ১৪.২ ওভারেই ১ উইকেট হারিয়ে ৭২ রান করে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। নাহিদা আক্তার একটি উইকেট নিতে পারেন। কি করুণ দশা হচ্ছে বাংলাদেশ ব্যাটারদের। প্রস্তুতি ম্যাচে আকাশচুম্বী সাফল্যের পর মূল সিরিজ আসতেই ডুবছে। একের পর এক ম্যাচ যাচ্ছে, ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হচ্ছে। প্রোটিয়া বোলাররা যেন আতঙ্ক হয়ে ধরা দিচ্ছেন। প্রথম ৬ রানেই ৪ উইকেটের পতন ঘটে যায়। প্রস্তুতি ম্যাচের সেরা দুই ব্যাটার রুমানা ও ফারজানাও কিছুই করতে পারছেন না। শুরুতেই তারা দুইজন আউট হচ্ছেন। তাসের ঘরের মতো যেন ইনিংস ধসে যাচ্ছে। ২৫ রান পর্যন্ত চার উইকেটই ছিল। দুই রানের মধ্যেই আরও ২টি উইকেট পতনের পরই বোঝা হয়ে যায় এদিনও ব্যাটিং ব্যর্থতাই কপালে জুটতে যাচ্ছে। বড় হারও নিয়তিই হচ্ছে। শেষ পর্যন্ত তাই হলো। শুধু নিগার সুলতানা ব্যাট হাতে হাল ধরতে পারেন। চেষ্টা করেন। বাকিরা পেসারদের গতির সামনে এমনই হার মেনেছেন, ৭১ রানেই শেষ হয় ইনিংস। ২১৪ বল বাকি থাকতে এরপর জিতেও যায় দক্ষিণ আফ্রিকা। ২৯ রানে এক উইকেট তুলে নেয়া গেলেও শেষ পর্যন্ত বিশাল হারই হয়। প্রথম ওয়ানডেতে ১০৬ রানে হার হয়। মনে করা হয় দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। কিন্তু হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল হার হয়। সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ ভাল করবে এমন যখন আশা; তখন আবারও বড় হারের সম্মুখীনই হয় বাংলাদেশ। এবারও হার হয় ৯ উইকেটের। তাতে সিরিজ হারই নিশ্চিত হয়ে যায়। এখন বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর পালা। ১১ ও ১৪ মে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে রয়েছে। দেখা যাক, সিরিজ হারের পর হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কোর ॥ বাংলাদেশ ইনিংস ॥ ৭১/১০; ৩৬.৫ ওভার (নিগার ৩৩*, পান্না ১২, ফাহিমা ৯; খাকা ৩/১৬)। দক্ষিণ আফ্রিকা ইনিংস ॥ ৭২/১; ১৪.২ ওভার (লি ৪৪*, চেটি ১৫*, স্টেইন ১২; নাহিদা ১/১৯)। ফল ॥ বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত।
×